সারা দেশ যখন করোনা আতঙ্কে স্থবির, করোনা আতঙ্কে যখন কাঁপছে দেশের মানুষ , কিন্তু কোনো ভাবেই থামছে না টিসিবির ডিলার ব্যবসায়ীদের অবৈধভাবে পণ্য মুজুদ ।
রংপুর শহরের ষ্টেশন এলাকার একটি বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা টিসিবির বিপুল পরিমাণ পুষ্টি তেলের কার্টুন উদ্ধার করেছে মেট্রো ডিবি পুলিশ। এ সময় নয়ন পারভেজ ডিলার এর এরফান হাসান সুমন নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি (গোয়েন্দা বিভাগ) উত্তম প্রসাদ পাঠক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নগরীর ষ্টেশন এলাকার ব্যবসায়ী হারুনুর রশিদ বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় সেখান থেকে ৬৪৪৮ লিটার সয়াবিন তেল জব্দ করা হয় এবং এরফান হাসান সুমন নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।এই মালামাল গুলো ক্রয় করেছিল এবং তা খুচরা বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছে।
আরসিএন ২৪ বিডি ডট কম / ১৩ এপ্রিল ২০২০
অনলাইন ৪:২৬