রংপুর : দিনাজপুরে ডিবি পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ২মাদক ব্যবসায়ী নিহত ও ২ পুলিশ সদস্য আহত হয়েছে।
১৩ জানুয়ারি সোমবার দিবাগত রাত দেড়’টার দিকে দিনাজপুরের দক্ষিণ কোতায়ালী’র তাজপুর নওশন দীঘি এলাকায় এই হতাহতের ঘটনাটি ঘটে।
ডিবি পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত মাদক ব্যবসায়ীরা হলেন, দিনাজপুর শহরের দক্ষিণ বালূবাড়ী রেল লাইন এলাকার মৃত শেখ রহমানের ছেলে রহমত আলী ওরফে রসমত আলী (৩৬) এবং সিপাহীপাড়া রেল লাইন বস্তি এলাকার মৃত মনসুর আলীর ছেলে আবুল কাশেম ওরফে কাইশা (৩৪)।
উক্ত হতাহতের ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন, এএসআই নাহিদ ও কনেষ্টবল মাহবুব।
পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম,পিপিএম (বার),এ হতাহতের ঘটনার সত্যতা স্বীকার করে ১৩ জানুয়ারী সোমবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয় সভাকক্ষে সংবাদ সম্মেলন করেছেন।
তিনি জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর আক্রমণ করে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ওই ২ মাদক ব্যবসায়ী নিহত হয়। এ সময় পুলিশের এএসআই নাহিদ ও কনেষ্টবল মাহবুব আহত হয়।
তিনি আরো জানান,পুলিশ ঘটনাস্থল থেকে ১টি ওয়ান স্যুটার বন্দুক,২ রাউন্ড গুলি,১০০পিস ফেন্সিডিল এবং ৫০টি ইয়াবা উদ্ধার করেছে। নিহত ২ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
পরে পুলিশ লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এএফ / আরসিএন ২৪ বিডি /জানুয়ারি ১৩, ২০২০
আপডেট: ২০২০-০১-১৩ / ১৯.৫০ পিএম