ক্রাইম ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক যা অনলাইনে নারী সরবরাহকারী হিসাবে একটি ফেসবুক পেজ পরিচালনা করে আসছিলো মনোয়ার হোসেন (২৭) নামের এক যুবক।
কিন্তু অবশেষে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ইউনিট।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সাইবার পুলিশ সেন্টারের মনিটরিং টিম সহকারী পুলিশ সুপার মোমেনা আকতার গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ফেসবুকে রাজ চৌধুরী নামের একটি ফেক আইডি দিয়ে এসকর্ট সার্ভিস—এর নামে বিভিন্ন নারীদের সাথে যোগাযোগ স্থাপন করে অনৈতিক সুবিধার বিনিময়ে পুরুষ ক্লায়েন্টদের চাহিদামতো সরবরাহ করা হতো। যা আমাদের মনিটরিং টিমের দীর্ঘ পর্যবেক্ষণে ধরা পড়ে। মনিটরিং সেলের নিজস্ব প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফেসবুক পেজটির এডমিনকে চিহ্নিত করে তাকে গ্রেফতার করা হয়।
মোমেনা আকতার আরও বলেন, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ওই যুবক ঘটনার সাথে সংশ্লিষ্টতার কথা ইতিমধ্যে স্বীকার করে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
রংপুর রেঞ্জার্সের স্পন্সর পার্টনার ‘ইনসেপটা’ – পরিচালক সিরাজ
আরসিএন ২৪ বিডি /