রগুনা-RCN24BD:বরগুনার আমতলী উপজেলায় চার মাদকসেবীকে আটক করে পুলিশ তার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
সকালে উপজেলার তারিকাটা গ্রামে এ ঘটনা ঘটে রোববার (২৫ ডিসেম্বর) ।
দণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ীরা হলেন- শহীদুল ইসলাম (৪৪), সামসুল হক বিশ্বাস (৪০), ফখরুল ইসলাম মাতুব্বর (৪৭) ও রিপন হাওলাদার (৩৬)।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ জানান, সকালে উপজেলার তারিকাটা গ্রামের শহীদুল ইসলামের বাড়িতে মাদক সেবন করছিলেন শহীদুল, সামসুল, ফখরুল ও রিপন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক বৈজয়ন্ত বিশ্বাস তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়।