December 8, 2023
পুকুরে ভাসছে নিখোঁজ শিশুর লাশ

অপহরণ নাটক সাজিয়ে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

Read Time:5 Minute, 15 Second

ঠাকুরগাঁওয়ে নিজেকে আত্মগোপনের রেখে মুক্তিপণ দাবি করার অভিযোগে প্রতারক স্বামীসহ মোট ৪ জনের বিরুদ্ধে মামলা করেন স্ত্রী মোছাঃ ফারহানা মিয়া। গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) প্রতারণায় সহায়তা করার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে প্রতারক স্বামী পলাতক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ভাকুড়া গ্রামের ফয়সাল আহম্মেদ বিপ্লবের স্ত্রী মোছাঃ ফারহানা ইয়াসমিন বর্তমানে বেসরকারি সংস্থা ইএসডিও’র ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে ঠাকুরগাঁও সদরের মুন্সিরহাট শাখায় কর্মরত। তিনি সেখানের ১টি ভাড়া বাসায় থাকতেন। ১১ বছর আগে ফয়সালের সাথে তার বিয়ে হয়। তাদের ১০ বছর বয়সী ১টি মেয়ে সন্তানও রয়েছে। বিপ্লব দুই বছর ধরে ঢাকার মোহাম্মদপুর আদাবরে ১টি কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছেন।

ঢাকা মিরপুর-১ এলাকায় জনৈক ব্যক্তির কাছে টাকা পাবে বলে গত মঙ্গলবার সকাল ১১টায় বিপ্লব তার বাবাকে জানিয়ে মিরপুরের উদ্দেশে যান। এরপর সন্ধ্যা নাগাদ না ফেরায় এবং বিপ্লবের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় বিপ্লবের পিতা রাতেই আদাবর থানায় ছেলের নিখোঁজের বিষয়ে ডায়েরি করেন। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রাত ১টার দিকে বিপ্লবের মোবাইল ফোন নম্বরের অবস্থান সিরাজগঞ্জ বলে জানা যায়।

গত বুধবার বিপ্লবের স্ত্রী ফারহানা স্বামীর খোঁজে সিরাজগঞ্জ থানায় যান। সেখানে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিপ্লবের অবস্থান ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ বলে জানতে পারেন। ঠাকুরগাঁও পুলিশ সুপারের নির্দেশনায় পীরগঞ্জ থানা পুলিশ বিপ্লবকে খোঁজা শুরু করে। এর মধ্যে বিপ্লবের চোখ ও হাতা-পা বাঁধা ছবি এবং ১টি ভিডিও তার মেসেঞ্জার আইডি থেকে স্ত্রী ফারহানার মোবাইলের ফেসবুক মেসেঞ্জারে পাঠানো হয়। এরপর ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে বিপ্লবের মোবাইল নম্বর হতে তার স্ত্রী ফারহানার নম্বরে মেসেজ আসে।

পরে বিষয়টি ফারহানা পুলিশকে জানান। এই অবস্থায় থানা পুলিশ ও ফারহানার পরিবারের লোকজন বিপ্লবকে খুঁজতে থাকে। গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফারহানা জানতে পারেন, তার স্বামী বিপ্লবকে পীরগঞ্জ পৌর শহরের শহীদ অধ্যাপক গোলাম মোস্তফা সড়কে রিফাত ট্রেডার্স নামে ১টি পুরাতন মোটরসাইকেলের শোরুমে দেখা গেছে। পরে থানা পুলিশ সেখানে অভিযান চালায় এবং মোটরসাইকেল সার্ভিসিং রুম তল্লাশি করে বিপ্লবকে বাঁধার নাইলনের রশি, কাপড়ের টুকরা ও ১টি চেয়ার জব্দ করে।

এই সময় থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই মোটরসাইকেল শোরুমের কর্মচারী মোঃ মাসুম মিয়া ও মোঃ সুমন মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে মূলত স্ত্রীর কাছ থেকে টাকা আদায়ের জন্যই ওই পুরাতন মোটরসাইকেল শোরুমের সার্ভিসিং রুমে বিপ্লবের পরামর্শে অপহরণ নাটক সাজানো হয়। এই ঘটনায় ফারহানা ইয়াসমিন বাদী হয়ে স্বামী বিপ্লব, মোটরসাইকেল শোরুমের কর্মচারী ২ জন এবং ভাকুড়া গ্রামের মোঃ আমিনুল ইসলামকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম কুমার পাঠক জানান, অপহরণকারী নিজেই এই নাটক সাজিয়ে স্ত্রীর কাছ থেকে টাকা আদায় করতে এই নাটক সাজান। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের সাজানো সেই নাটকের রহস্য উদঘাটন এবং অপহরণ নাটকের আলামত জব্দ করে। পরে তাদের ২ জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
কাউনিয়ায় অগ্নিদগ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে Previous post রংপুরে মহানগরীতে এক নারীর রহস্যজনক মৃত্যু
রংপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু Next post দিনাজপু‌রে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু