January 26, 2025
উত্তরবঙ্গ থেকে এলো অবরোধের ঘোষণা

উত্তরবঙ্গ থেকে এলো অবরোধের ঘোষণা

Read Time:2 Minute, 20 Second

আজ বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যার মধ্যে উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের ঘোষণা না এলে আগামীকাল (বৃহস্পতিবার) রংপুরের ১৬ জেলার মহাসড়কের প্রবেশমুখে সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। রংপুর শহরের মডার্ন মোড়ের মহাসড়ক অবরোধ কর্মসূচি থেকে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা।

এর আগে, নগরীর লালবাগ এলাকা হতে বিক্ষোভ মিছিল নিয়ে দুপুর ১২টার দিক থেকে ছাত্রজনতা ছয় লেনের মহাসড়ক অবরোধ করলে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়ের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষসহ চাকরিজীবীরা। দফায় দফায় মিছিল এবং স্লোগান দিয়ে পরে পৌনে দুইটাই অবরোধ তুলে নিলে, যানবাহন চলাচল স্বাভাবিক করে আইন-শৃঙ্খলা বাহিনী।

আন্দোলনকারীরা বলছে, আবু সাঈদ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য পুলিশের সামনে বুক পেতে দিয়েছিলেন। অথচ তার শহরসহ উত্তরাঞ্চলে ২৪ শে জুলাই পরবর্তী বিপ্লবোত্তর অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টাই নেই। এটি তার রক্তের সাথে চরমভাবে বেইমানি। বৈষম্য নিরসনে উত্তরবঙ্গ থেকে অবিলম্বে ন্যূনতম ৫ জন উপদেষ্টা সংযুক্ত করার দাবি করেন তারা।

অবরোধ সমাবেশে জাতীয় নাগরিক কমিটির জেলা সমন্বয়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আলমগীর নয়ন বলেন, বুধবার সন্ধ্যার মধ্যে দাবি আদায়ের ঘোষণা দেয়া না হলে আগামীকাল (বৃহস্পতিবার) উত্তরবঙ্গের ১৬ জেলার মহাসড়কগুলোর প্রবেশমুখে অবরোধ করা হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু Previous post পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু
নাশকতার মামলায় আওয়ামী লীগ দুইজন নেতা গ্রেপ্তার Next post পীরগাছায় আওয়ামী লীগের দুইজন নেতা গ্রেফতার