December 13, 2024
কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ

কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ

Read Time:3 Minute, 53 Second

কুড়িগ্রাম জেলার রাজারহাট রেল স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে দ্বিতীয় দফায় আজ শনিবার (৯ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটি ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস সাড়ে ৩ ঘন্টা অবরোধ করে রাজারহাটে সর্বস্তরের মানুষজন।

এতে ঢাকাগামী যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হয়। সেই সঙ্গে তাদের যাত্রী বাতিলের আশংকায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। কিন্তু সাড়ে ৩ ঘন্টা পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ায় স্বস্তিতে ফিরে যাত্রী। তবে এই সময় রেল যাত্রীরাও যাত্রীদের যাত্রী হয়রানী নিরসনে রাজারহাট রেল স্টেশনে যাত্রা বিরতীর জন্য সম্মতি জ্ঞাপন করেন।

আজ শনিবার (৯ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রাজারহাট স্টেশন পৌচ্ছেলে বিক্ষুব্ধ শত শত লোকজন পূর্ব কর্মসূচী ট্রেনটি অবরোধ করে। রাজারহাটের সম্মিলিত ছাত্র জনাতার ব্যানারে এই অবরোধ কর্মসূচি পালিত হয়। পরে রেলকর্তৃপক্ষের আশ্বাসে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ নুসরাত সুলতানা ও সেনাবাহিনীর মধ্যস্থতায় অবরোধ কর্মসূচি শেষ করেন বিক্ষুব্ধ জনতা। অবরুদ্ধ ট্রেনটি দুপুর ১২টায় রাজারহাট রেল স্টেশন থেকে ছেড়ে দেয়া হয়। ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রীরা শনিবার (৯ নভেম্বর) চরম ভোগান্তির স্বীকার হয়।

কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানান, আগামী ১ মাসের মধ্যে টিকেটসহ রাজারহাটে রেল স্টেশনে যাত্রাবিরতির প্রস্তাব ঢাকায় রেলভবনের মিটিংয়ে উঠবে। তার পর সিদ্ধান্ত হবে ওই এলাকায় আন্তঃনগর ট্রেন বিরতী হবে কিনা। ট্রেন অবরোধের সময় যাতে আইনশৃঙ্খলার বিঘ্ন না ঘটে সে কারণে সকাল থেকে রাজারহাটে থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম রেজার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে খবর পেয়ে রাজারহাট উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ আশাদুল হকসহ সেনাবাহিনী ও ডিবির লোকজন ঘটনাস্থানে আসেন।

উল্লেখ, রাজারহাট রেল স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে গত মাসে প্রথম দফায় আড়াই ঘন্টা রেল অবরোধ করেছিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা ও এলাকাবাসী।

অবরোধ কর্মসূচি চলাকালে সংগঠকদের মধ্যে বক্তব্য রাখেন রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ, সদস্য একেএম মোস্তফা জামান লেলিন, রাজারহাট উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ আরিফুল ইসলাম।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
কুড়িগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত Previous post লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
গাইবান্ধায় নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা Next post গাইবান্ধায় নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা