December 13, 2024
রংপুর-ঢাকা মহাসড়কে পুলিশের চাঁদাবাজি বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

রংপুর-ঢাকা মহাসড়কে পুলিশের চাঁদাবাজি বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

Read Time:4 Minute, 38 Second

রংপুর ঢাকা মহাসড়কে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি হয়রানি বন্ধ ও ট্রাক থামিয়ে ডাকাতি বন্ধ করার দাবিতে মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা ৩০ পর্যন্ত নগরীর আর কে রোড এলাকায় রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ট্রাক শ্রমিকরা।

ফলে মহাসড়কের দুপার্শ্বে শত শত যানবাহন আটকা পড়ে। মানুষকে চরম দূর্ভোগ পোহাতে হয়েছে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনা স্থলে এসে সন্ধার মধ্যে সমাধানের আশ্বাস দিলে ট্রাক শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

এর আগে শত শত ট্রাক শ্রমিক আর কে রোড এলাকায় ট্রাক ষ্টান্ডের সামনে রংপুর ঢাকা মহাসড়কের মাঝামাঝি স্থানে ট্রাক আড়াআড়ি ভাবে রেখে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এই সময় ব্যাস্ততম মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

ট্রাক শ্রমিকদের অভিযোগ, রংপুরের তারাগজ্ঞ উপজেলার বালাবাড়ি থেকে বড়দরগা, গাইবান্ধা জেলার গোবিন্দগজ্ঞ সহ বিভিন্ন মহাসড়কে ট্রাক আটকিয়ে হাইওয়ে পুলিশ কাগজ পরীক্ষার নামে চাঁদাবাজি করছে। টাকা না দিলে তারা মোটা অংকের জরিমানা করছে। অন্যদিকে রংপুর দিনাজপুরসহ সিরাজগজ্ঞ পর্যন্ত মহাসড়কে প্রতিদিন ট্রাক আটকিয়ে ডাকাতি করছে দুবৃর্ত্তরা। তারা টাকা পয়সা লুট করছে সেই সাথে ড্রাইভার হেলপারদের কুপিয়ে আহত করছে।

এই বিষয়ে প্রশাসনকে বার বার জানানোর পরেও কোন পদক্ষেপ গ্রহণ না করায় বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে। তারা বলেছে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।

এই ব্যাপারে ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ শহীদুল ইসলাম মানিক জানায়, আমাদের ট্রাক শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে প্রতিদিন মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতি হচ্ছে ডাকতারা মালামাল লুট করে নিয়ে যাচ্ছে ডাকাতদের হামলায় ট্রাক ড্রাইভার আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছেনা।

অপরদিকে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ হচ্ছেনা। রংপুরের তারাগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত বিভিন্ন জায়গায় কাগজ পরীক্ষার নামে গাড়ি আটকিয়ে চাঁদাবাজি করা হচ্ছে।

তিনি জানান, আমাদের দাবি একটি স্থানে কাগজ পরীক্ষা করা হোক বার বার বিভিন্ন জায়গায় কাগজ নদেখার নামে চাঁদাবাজি হাইওয়ে পুলিশকে বন্ধ করতে হবে। তিনি বলেন ট্রাক শ্রমিকরা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছে। সেনাবাহিনী ও পুলিশ আমাদের সন্ধা পর্যন্ত সময়ের মধ্যে দাবি মেনে নেবার আশ্বাস দেয়ায় আমরা আপাতত অবরোধ প্রত্যাহার করছি এর পরেও দাবি মানা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানার ওসি মোঃ আতাউর রহমান জানান ট্রাক শ্রমিকদের দাবি দাওয়া গুলো নিয়ে আমরা সন্ধার মধ্যে আলোচনা করে সমাধান করার চেষ্টা করবো। আপাতত অবরোধ প্রত্যাহার করা হয়েছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে আছে। পরে সেনাবাহিনী ও পুািলশের উর্ধতন কর্মকর্তারা সন্ধার মধ্যে ট্রাক শ্রমিকদের দাবির যৌক্তিক সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। ফলে দুপুর ১টা ৩০ টার পর আবারো যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
আবু সাঈদের কারণে উত্তরবঙ্গের অভাব ঘুচবে: আসিফ মাহমুদ Previous post আবু সাঈদের কারণে উত্তরবঙ্গের অভাব ঘুচবে: আসিফ মাহমুদ
তৃতীয় বিয়ে করায় যুবকের বিশেষাঙ্গ কেটে পালিয়েছে স্ত্রী! Next post তৃতীয় বিয়ে করায় যুবকের বিশেষাঙ্গ কেটে পালিয়েছে স্ত্রী!