September 8, 2024

আবু সাঈদ হত্যা : বাধ্যতামূলক অবসরে পুলিশের দুই কর্মকর্তা

Read Time:1 Minute, 53 Second

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় ওই সময় দায়িত্বে থাকা রংপুরের ঊর্ধ্বতন দুইজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

এই দুইজন কর্মকর্তা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মনিরুজ্জামান এবং রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক মোঃ আবদুল বাতেন।

মঙ্গলবার (১৩ আগষ্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুইটি প্রজ্ঞাপনে এই দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১-এর সচিব মোঃজাহাঙ্গীর আলম প্রজ্ঞাপন দইটিতে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য ও রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মনিরুজ্জামানকে সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)–এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হল। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

আর রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আবদুল বাতেনকেও ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)–এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
রংপুর সিটি কর্পোরেশনের মাসিক সভায় নেই আওয়ামী লীগের কাউন্সিলরা! Previous post রংপুর সিটি কর্পোরেশনের মাসিক সভায় নেই আওয়ামী লীগের কাউন্সিলরা!
আজ আবু সাঈদের বাড়িতে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল Next post আজ আবু সাঈদের বাড়িতে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল