October 14, 2024
হাতীবান্ধা উপজেলায় বিএনপির দুইজন নেতাকে অব্যাহতি

হাতীবান্ধা উপজেলায় বিএনপির দুইজন নেতাকে অব্যাহতি

Read Time:2 Minute, 47 Second

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল হাই ও একই উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব হুমায়ুন কবির খন্দকার মতিকে অব্যাহতি এবং বিএনপির নাম ব্যবহার করে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অপরাধ ও আনারুল হক বিএনপির কেউ না বলে জেলা বিএনপির বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

গতকাল সোমবার (২৬ আগস্ট) রাতে জেলা বিএনপি’র সহ দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাজু স্বাক্ষরীত ৫টি প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (২৫ আগস্ট) হাতীবান্ধা উপজেলার বড়খাতায় বিএনপির দুই গ্রুপের সংর্ঘষে ৫ জন নেতাকর্মী আহত ও বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে হাতীবান্ধা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হাই ও একই উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হুমায়ুন কবির খন্দকার মতিকে পদ থেকে অব্যাহতি প্রদান করেন। অপর দিকে অপর একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে কতিপয় ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে। মোঃ আনোয়ারুল হক। তিনি বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কোন পর্যায়ের সদস্য নয়। তার সংগঠিত অন্যায় অপকর্মের দায় বিএনপি এবং সহযোগী সংগঠন সমূহ বহন করবে না।

এদিকে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন বিএনপির ও যুবদলের কমিটির কার্যক্রম ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে।

জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাজু স্বাক্ষরীত ৫টি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। লালমনিরহাট জেলা বিএনপি’র প্রচার সম্পাদক মোঃ আসাদুল ইসলাম প্রামানিক বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই নেতাকে অব্যাহতি ও অপরজনকে বিএনপি’র কেউ নয় বলে জেলা বিএনপি বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
চিলমারীতে ভাবিকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন Previous post গাইবান্ধায় সাবেক হুইপ-এমপি-মেয়রদের বিরুদ্ধে মামলা
ঠাকুরগাঁওয়ে এক স্কুল শিক্ষকের বিষপানে মৃত্যু Next post ঠাকুরগাঁওয়ে ইসলামী আন্দোলনের গণসমাবেশের আয়োজন