January 26, 2025
ঘোড়াঘাটে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

কুড়িগ্রামে পরকিয়া প্রেমিককে আটক

Read Time:1 Minute, 55 Second

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে পরকিয়া প্রেমিক যুগলকে হাতে নাতে আটক করে থানা পুলিশের কাছে দিয়েছে স্থানীয়রা।

গতকাল শুক্রবার (৫ জুলাই) মধ্য রাতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের তালুকমশাল ডাঙ্গা গ্রামে এই ঘটনাটি ঘটে।

আটককৃত দুই পরকিয়া প্রেমিক হলো ওই গ্রামের আব্দুর রহমান এর ছেলে মোঃ নুর মোহাম্মদ (৪১) ও মোছাঃ সুমি বেগম (৩৫)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, এই প্রেমিক যুগল উভয়েই বিবাহিত। তারা দীর্ঘদিন থেকে একে অপরের সঙ্গে প্রেমের নামে অনৈতিক সম্পর্ক স্থাপন করে। গত শুক্রবার রাত ১১ টার দিকে বৃষ্টি শুরু হলে স্বামী বাড়িতে না থাকায় পরকিয়া প্রেমিককে ঘরে ডেকে নেয় সুমি। পাশের বাড়ির লোকজন বুঝতে পেয়ে ঘটনাটি এলাকাবাসীকে জানায়। পরে ঘরের দরজা ভেঙ্গে তাদের দুইজনকে অনৈতিক কাজ করা অবস্থায় আটক করে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়।

পরে খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থানে গিয়ে রাত ১ টা ৩০ মিনিটের দিকে ওই দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুহুল আমিন জানান, আটক ওই দুই পরকিয়া প্রেমিককে আজ শনিবার (৬ জুলাই) সকালে মামলা দিয়ে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী এ মাসেও হতে পারে বন্যা Previous post গাইবান্ধায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে
রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বেরোবির শিক্ষার্থীদের বিক্ষোভ Next post রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বেরোবির শিক্ষার্থীদের বিক্ষোভ