December 13, 2024
ঘোড়াঘাটে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

গাইবান্ধায় নিয়োগে অসদুপায় অবলম্বনের অভিযোগে ২২ জন আটক

Read Time:3 Minute, 11 Second

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার খাতায় লেখার সঙ্গে হাতের লেখার মিল না থাকায় মোট ২২ জন চাকরিপ্রত্যাশীকে আটক করে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার (২৬ অক্টোবর) মৌখিক পরীক্ষা চলাকালীন তাঁদের আটক করা হয়।

২২ জনকে আটকের বিষয়ে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জাম আহমদ।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার ৫৫টি শূন্য পদে নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হয় গতকাল শনিবার (২৬ অক্টোবর) বেলা ২টার দিকে। এই সময় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী চাকরিপ্রত্যাশীদের মধ্যে ২২ জনের ক্ষেত্রে লিখিত পরীক্ষার খাতায় লেখার সঙ্গে তাঁদের হাতের লেখার কোন মিল পাওয়া যায়নি। মূলত ভাইভায় অংশগ্রহণকারী এই ২২ পরীক্ষার্থীর পরিবর্তে অন্য কেউ পরীক্ষায় অংশ নিয়েছিলেন, যা মৌখিক পরীক্ষা নেওয়ার বোর্ডে ধরা পড়ে।

গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, ভাইভা বোর্ডে ২২ পরীক্ষার্থীর প্রতারণার মাধ্যমে প্রক্সি নেওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। অভিযুক্তরা ভাইভা বোর্ডের কর্মকর্তাদের কাছে তাঁদের প্রতারণার বিষয়টি স্বীকার করেছে। আমরা অভিযুক্তদের পুলিশে দিয়েছি। তাঁদের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

গত শুক্রবার সকালে অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষা সদর উপজেলার ১৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে মোট ২২৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। শনিবার (২৬ অক্টোবর) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত ২৬ মে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার ৫৫টি শূন্য পদ পূরণের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসন। বিজ্ঞপ্তিতে ৩০ মে হতে ৩০ জুন পর্যন্ত জেলার স্থায়ী বাসিন্দাদের কাছে শর্ত সাপেক্ষে আবেদনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে ১১,০০০ পরীক্ষার্থী অনলাইনে আবেদন করেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
লালমনিরহাটে হত্যা মামলায় ছাত্রলীগের দুইজন কর্মী গ্রেফতার Previous post লালমনিরহাটে হত্যা মামলায় ছাত্রলীগের দুইজন কর্মী গ্রেফতার
রাজশাহীতে যুবলীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা Next post রাজশাহীতে যুবলীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা