March 23, 2023
শ্বশুর বাড়ির গাছে ঝুলছে যুবকের মরদেহ

শ্বশুর বাড়ির গাছে ঝুলন্ত যুবকের মরদেহ

Read Time:1 Minute, 54 Second

লালমনিরহাট (প্রতিনিধি): লালমনিরহাটের হাতীবান্ধায় শ্বশুর বাড়ির গাছে সাজু মিয়া(২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার(১৬ মার্চ) দুপুরে উপজেলার বড়খাতা ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত সাজু মিয়া ওই গ্রামের রমজান আলীর জামাতা এবং রংপুর শহরের রোজা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্বশুর বাড়ির লোকজন কাজের সুবাদে ঢাকায় থাকতেন। এ কারনে স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে শ্বশুর রমজান আলীর বাড়ি বড়খাতা আদর্শপাড়া গ্রামে বসবাস করতেন সাজু মিয়া। কিছুদিন আগে তার স্ত্রীও তার মতের অমতে একমাত্র সন্তানকে নিয়ে রাজধানী ঢাকার চলে যাওয়ায় বাড়িতে একা হয়ে পড়েন সাজু মিয়া। এতে ক্ষুব্ধ হয়ে পড়েন তিনি।

বৃহস্পতিবার(১৬ মার্চ) সকালে প্রতিবেশীরা বাড়ির পাশে একটি গাছের মগডালে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ আলম বলেন, আপাতত অপমৃত্যু মামলা দায়ের করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

আরসিএন২৪বিডি.কম / শুক্রবার ১৭ মার্চ ২০২৩

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
র‍্যাব-১৩ কর্তৃক ধর্ষণ মামলার মূল আসামী গ্রেফতার Previous post র‍্যাব-১৩ কর্তৃক ধর্ষণ মামলার মূল আসামী গ্রেফতার
Next post দেবিদ্বারের ইউএনও কে দেড় মাসে তিনবার বদলি