December 13, 2024
https://rcn24bd.com/wp-content/uploads/2022/12/IMG_20221230_143852-min.jpg

হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে

Read Time:2 Minute, 51 Second

দীর্ঘ ২০ মাস পর দিনাজপুর জেলার হাকিমপুর হিলি স্থলবন্দর দিয়ে দেশে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। আজ সোমবার (১১ নভেম্বর) প্রথম দিনে ১৩১ মেট্রিকটন চাল আমদানি হয়।

সূত্র জানায়, স্থানীয় আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সায়রাম ইন্টারন্যাশনাল ভারতীয় ৩টি ট্রাকে করে প্রায় ১৩১ মেট্রিকটন চাল আমদানি করে। এর ফলে চালের দাম কমবে বলে আশা করা হচ্ছে। এর আগে সরকার আমদানিতে শুল্ককর প্রত্যাহার করে নেয়।

স্থলবন্দরের আমদানিকারক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ‘দেশে চালের দামে লাগাম টানতে সরকার গত ৩১ অক্টোবর চালের ওপর থেকে সম্পূর্ণ শুল্ককর প্রত্যাহার করে নেয়। এরপর চাল আমদানিকারকরা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করেন। সেখান থেকে গতকাল রবিবার (১০ নভেম্বর) অনুমতি পেয়ে আজ ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই পর্যন্ত বন্দরের ৫ জন আমদানিকারক ৩৩,০০০ মেট্রিকটন চাল আমদানির অনুমতি পেয়েছেন। বর্তমানে ভারতে ৪২০-৪৩০ ডলারে এলসি করে চাল আমদানি করা হচ্ছে। তাতে সব খরচসহ প্রতি কেজি পড়ছে ৫৩-৫৪ টাকা।’ বাজারে চাহিদা থাকায় এই মুহূর্তে লোকসানের কোন সম্ভাবনা নেই বলেও জানায় তিনি।

আমদানিকারক মেসার্স সায়রাম ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ললিত কেশরা বলেন, ‘দেশে চালের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী চাল আমদানি করা হচ্ছে। আমার প্রতিষ্ঠানের নামে আজ (সোমবার) ভারতীয় ৩টি ট্রাকে প্রায় ১৩১ মেট্রিকটন চাল আমদানি করেছি। এখন প্রতিদিনই চাল আমদানি হবে।’

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ-সহকারী মোঃ ইউসুফ আলী বলেন, ‘সরকার গত বছরের ৩০ মার্চ থেকে দেশে চাল আমদানি বন্ধ করে দেয়। সে সময় চাল আমদানিতে সরকার চালের ওপর ৬২ শতাংশ শুল্ককর আরোপ করেছিল। এরপর থেকে হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে কোনো চাল আমদানি করা হয়নি।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
ঘোড়াঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু Previous post ঘোড়াঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুড়িগ্রামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার Next post কুড়িগ্রামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার