December 13, 2024
হিলি স্থলবন্দর দিয়ে সকল ধরনের পণ্য আমদানি বন্ধ

হিলি স্থলবন্দর দিয়ে সকল ধরনের পণ্য আমদানি বন্ধ

Read Time:4 Minute, 1 Second

ভারত ট্রাকের স্লট বুকিং না দেওয়ায় দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি বন্ধ রয়েছে।

গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টা থেকে এই বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি বন্ধ রেখেছে ভারতীয় ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী এই তথ্য জানিয়েছেন।

হিলি কাস্টমস কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম বলেন, ‘ভারত থেকে গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার পর থেকে কোন ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করেনি তবে বাংলাদেশ থেকে রপ্তানি স্বাভাবিক রয়েছে। তাতে হিলি স্থলবন্দর দিয়ে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র ৫টি ট্রাক পণ্য নিয়ে দেশে ঢুকেছে। কী কারণে ভারত সরকার পণ্য রপ্তানি বন্ধ রেখেছে, সে বিষয়ে আমাদের কোন চিঠি দেওয়া হয়নি।’

এদিকে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, রপ্তানির ক্ষেত্রে আলু ও পেঁয়াজবাহী ভারতীয় ট্রাকের অনলাইন স্লট বুকিং বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে সকল ধরনের পণ্য পরিবহন বন্ধ রেখেছেন ভারতের ব্যবসায়ীরা। দাম বৃদ্ধির অজুহাতে পশ্চিমবঙ্গ সরকার গত রবিবার থেকে এই দুইটি পণ্যবাহী ট্রাকের অনলাইন স্লট বুকিং বন্ধ করে দেয়। ফলে গতকাল (মঙ্গলবার) দুপুর ১২টা থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্যবাহী ভারতীয় কোন ট্রাক বন্দরে প্রবেশ করেনি।

ভারতের ব্যবসায়ী পাপ্পু আগরওয়াল বলেন, বাংলাদেশে রপ্তানি না করার জন্য আলু ও পেঁয়াজবাহী ট্রাকের অনলাইন স্লট বুকিং বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গ সরকার। হঠাৎ পশ্চিমবঙ্গ সরকারের এমন সিদ্ধান্তে শতাধিক আলু ও পেঁয়াজবাহী ভারতীয় ট্রাক বাংলাদেশে যাওয়ার অপেক্ষায় সীমান্তের কাছে আটকা পড়ে। এসব ট্রাকে এই দুইটি পণ্য লোড থাকায় নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে আমরা পেঁয়াজবাহী একটি ট্রাক বাংলাদেশে রপ্তানির জন্য বন্দরের গেটে পাঠাই। এ সময় পুলিশ আটকে দিলে ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে পেঁয়াজবাহী ট্রাকটি বন্দরের প্রবেশমুখে রেখে দেয়। তাতে হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ হয়ে যায়।

পাপ্পু আগরওয়াল আরও বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকার আলু ও পেঁয়াজবাহী ট্রাকের অনলাইন স্লট বুকিং চালু না করা পর্যন্ত আমরা বাংলাদেশে কোন রপ্তানি পণ্যবাহী ট্রাক যেতে দেব না। এ ইবিষয়ে আমরা আমাদের ব্যবসায়ী সংগঠনের মিটিং করেছি। আমাদের সিদ্ধান্ত হলো অনলাইন স্লট বুকিং চালু করে রপ্তানি করতে দিতে হবে। অন্যথায় সকল ধরনের পণ্য পরিবহন বন্ধ থাকবে। বিষয়টি রাজ্যসহ কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
পঞ্চগড়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত Previous post পঞ্চগড়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত
কুড়িগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত Next post ডোমারে মোটরসাইকেল থেকে ছিটকে একজনের মৃত্যু