October 12, 2024
দিনাজপুর হাসপাতালে প্রতীকী কর্মবিরতি

দিনাজপুর হাসপাতালে প্রতীকী কর্মবিরতি

Read Time:2 Minute, 10 Second

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতীকী কর্মবিরতি কর্মসূচি পালন করেছে নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে দুপুর ১২টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ দিনাজপুর মেডিকেল হাসপাতাল কলেজ শাখার প্রয়োজনে এই প্রতীকী কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়। এই সময় তারা বুকে লাল ব্যাচ ধারণ করে।

কর্মসূচি থেকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ হতে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তা পদায়নের এক দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানায় তারা।

এই সময় আন্দোলনকারীরা জানায়, দ্রুত আমাদের দাবি মেনে নেয়া হোক। তাহলে আমরা রাস্তা ছেড়ে সেবার পেশায় ফিরে যাবো।
কর্মসূচিতে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সদস্য সচিব রাখী আক্তার, সদস্য লায়লা আরজুমান ছবি, মোছাঃ রেবেকা খাতুন, সাহিদা খানম, রওশন আরা, মোছাঃ রায়হানা বেগম, শিল্পী রায়, মোছাঃ হনুফা আক্তার, যুবাইয়া সুলতানা, মোছাঃ রুমা আক্তার, ইব্রাহিম হোসেনসহ সাত শতাধিক নার্সিং কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু Previous post গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
মাহবুব আরা বেগম গিনির ১০ দিনের রিমান্ড আবেদন Next post সাবেক সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি গ্রেফতার