November 9, 2024
উলিপুরে স্কুলছাত্রীকে জড়িয়ে ধরায় এক যুবকের কারাদণ্ড

উলিপুরে স্কুলছাত্রীকে জড়িয়ে ধরায় এক যুবকের কারাদণ্ড

Read Time:1 Minute, 57 Second

সড়কে স্কুলছাত্রীকে জড়িয়ে ধরায় কুড়িগ্রাম জেলার উলিপুরে এক বখাটে যুবককে (২৪) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার উপজেলার চৌমুহনী বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে।

দণ্ডপ্রাপ্ত মোঃ দুলাল মিয়া উপজেলার হাতিয়া ইউনিয়নের ফকিরপাড়া এলাকার মোঃ মনির মিয়ার ছেলে বলে জানা গেছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, ‘ওই বখাটে যুবককে কারাগারে পাঠানো হয়েছে।’

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার উপজেলার কদমতলা এলাকা থেকে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এ সময় চৌমুহনী বাজার এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা দুলাল ওই ছাত্রীকে প্রকাশ্যে জড়িয়ে ধরে।

এই ঘটনার ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে যুবককে আটক করে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থান থেকে দুলালকে হেফাজতে নেয়। এই সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনার সত্যতা পেয়ে ওই যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান বলেন, ‘স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে ওই যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
নীলফামারীর নতুন এসপি মোকবুল হোসেন Previous post নীলফামারীর নতুন এসপি মোকবুল হোসেন
লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Next post নীলফামারীতে ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু