December 13, 2024
ঘোড়াঘাটে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

গাইবান্ধায় শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

Read Time:2 Minute, 41 Second

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ৯ বছরের এক শিশু ধর্ষণ মামলায় আব্দুল আলিম ওরফে আঙ্গুর (৩৭) নামের একমাত্র আসামিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে বিজ্ঞ আদালত।

সঙ্গে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
গত বৃহস্পতিবার দুপুরের দিকে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল- ২ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহমান এই আদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আসামি আলিম ওরফে আঙ্গুর গোবিন্দগঞ্জ উপজেলার পারাইল গ্রামের মৃত আছাব আলীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২০১৮ সালের ২৭ আগস্ট বিকেল ৬টা ২০ মিনিটের দিকে শিশুটি বাড়ির পাশের মোঃ শাহারুল ইসলামের দোকানে বাদাম কিনে ফিরছিল। পথে আব্দুল আলিম ওরফে আঙ্গুর শিশুকে কৌশলে নিজ বাড়িতে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের মা মোছাঃ বিউটি বেগম গোবিন্দগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এই মামলাটি বিচারের জন্য বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ গাইবান্ধা বদলী হয়ে আসলে বিজ্ঞ আদালত অভিযুক্ত আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় অভিযোগ গঠন করে। মামলার অভিযোগ পত্র পর্যালোচনা করে ১২ জন সাক্ষী মধ্যে রাষ্ট্রপক্ষ ৯ জন সাক্ষী উপস্থাপন করতে সক্ষম হয়। বিচারিক আদালত জেরা জবানবন্দী সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা শেষে অভিযুক্ত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সঙ্গে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড ক্ষতিপূরণ হিসেবে ভিকটিম প্রাপ্ত হবেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি শাহীন গুলশান নাহার মুনমুন এবং এপিপি আবেদুর রহমান সবুজ এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
ছাত্রী নিবাস থেকে কলেজের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার Previous post গোবিন্দগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা
ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে প্রাণ গেলো দুই শিক্ষার্থীর Next post সাপে কামড়ালে কি করবেন?