পঞ্চগড়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার কারাদণ্ড!
পঞ্চগড়ে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে মায়ের দায়ের করা মামলায় মোঃ সাইফুল ইসলামকে (৪৯) নামে এক বাবাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল রবিবার (৩০ জুন) দুপুরে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক (জেলা ও দায়রা জজ) বি. এম তারিকুল কবির এই দণ্ডাদেশ দেয়।
দণ্ডপ্রাপ্ত মোঃ সাইফুল ইসলাম পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের সিপাইপাড়া গ্রামের মৃত আখিম উদ্দীনের ছেলে। এর আগে, গত ২০২৩ সালের ১৮ নভেম্বর পঞ্চগড় সদর থানায় ভিকটিম তরুনীর মা বাদী হয়ে নারি ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।
দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেন আসামী পক্ষের আইনজীবী আহসান উল্লাহ আল হাবিব।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত সাইফুল একাধিক বিয়ে করলেও মামলার বাদী তার প্রথম স্ত্রী। তাদের দাম্পত্যে ৫ জন সন্তান রয়েছে। সাইফুল দ্বিতীয় বিয়ে করায় গত ২০২৩ সালের আগষ্ট মাসের দিকে তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকে বাবার বাড়িতে থাকতে শুরু করেন বাদীনি। তার সাথে থাকে ভিকটিম মেয়ে এবং ছোট দুই ছেলে সন্তান। এদিকে, গত বছরের ২১ সেপ্টেম্বর চাচতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে বাবার বাড়িতে যায় ভিকটিম মেয়ে। সেখানে বাবার ঘরে আলাদা বিছানায় রাতযাপন করে সে। বিয়ে অনুষ্ঠানের ৩ দিন পর (২৪ সেপ্টেম্বর) ভিকটিমের সৎ মা বাড়িতে না থাকার সুযোগে বাবা মোঃ সাইফুল ইসলাম তার ঘুমন্ত মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে মেয়েকে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আরও একাধিকবার ধর্ষণ করেন। পরে বাড়িতে ফিরে অসুস্থতা বোধ করলে তাকে বাদী পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা শেষে চিকিৎসক ভিকটিমকে অন্তঃসত্তা বলে জানায়। পরে বাবা কর্তৃক ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি বাদীকে নিশ্চিত করেন ভিকটিম। এ বিষয়ে অভিযোগ তুলে ২০২৩ সালের ১৮ নভেম্বর পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করে ভিকটিমের মা।
পরবর্তীতে মামলাটি তদন্ত করেন সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক শামছুজ্জোহা সরকার। তিনি চলতি বছরের ২৮ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
আসামী পক্ষের আইনজীবী এ্যাড. আহসান উল্লাহ আল হাবিব লাবু জানান, সঠিক বিচারের জন্য উচ্চ আদালতে আপীল করবো।
আরোও খবর পড়ুন
তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস!
পৌষের মাঝামাঝি সময়ে কুয়াশা ও হিমেল বাতাসে তেঁতুলিয়ায় বেড়েছে শীতের মাত্রা। বছরের শুরুর দিনেই কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের হিমালয় অঞ্চলের...
তেঁতুলিয়ায় তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস!
উত্তরের জেলা পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯ টায় এ...
পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি মধ্যবয়সী যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) ভোররাতে পঞ্চগড় সদর...
পঞ্চগড়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত
পঞ্চগড়ে স্ত্রীকে হত্যার দায়ে মোঃ সলেমান আলী (৪৮) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার...
চিন্ময়ের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র ও হাটহাজারী পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছে চট্টগ্রাম আদালত। জামিন...
দেশে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি
অগ্রহায়ণের শুরু থেকে গ্রামবাংলায় শীতের আমেজ। উত্তরের হিমালয়-কাঞ্চনজঙ্ঘা থেকে প্রবাহিত ঠান্ডা হাওয়ো বাড়াচ্ছে শীতের প্রকোপ। তবে রাতের চেয়ে ভোরে ঠান্ডা...