September 8, 2024
স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দিনাজপুরে এক তরুণের কারাদণ্ড

শিশু ধর্ষণ মামলায় নীলফামারীতে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

Read Time:2 Minute, 12 Second

নীলফামারীতে ১২ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণ মামলায় জাবেদ আলী (৬০) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড সঙ্গে ১০,০০০ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড হয়েছে।

আজ বুধবার (১৪ আগষ্ট) জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ গোলাম সারোয়ারের আদালত এই রায় প্রদান করেন। একই সঙ্গে মামলার আরেকটি ধারায় ১৪ বছরের কারাদণ্ড ও ১০,০০০ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

আদালতের বিশেষ পিপি রমেন্দ্র নাথ বর্ধণ বাপ্পী রায়ের বিষয়টি রংপুর ক্রাইম নিউজকে নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত জাবেদ আলী জেলা সদরের সুটিপাড়া গ্রামের বকসিপাড়ার বাসিন্দা ও দিনাজপুর জেলার কোতোয়ালি থানার ঘাসিপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। এলাকায় শিশুদের পোশাক ফেরি করে বিক্রি করতেন তিনি। রায় প্রদানের পর তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ২ সেপ্টেম্বর ভুক্তভোগী ওই শিশু জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের সুটিপাড়ার তার খালুর মুদি দোকানে অবস্থান করছিল। এই সময় দোকানের সামনে থেকে ফেরিওয়ালা জাবেদ আলী ওই শিশুকে বাইসাইকেল কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে সুটিপাড়ার ভাড়া বাড়িতে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে। বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী জাবেদ আলীকে আটক করে পুলিশে দেয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
শেখ হাসিনা পালিয়ে গেলেও বসে নেই, ভারতে বসেই ষড়যন্ত্র করছে : ফখরুল ইসলাম আলমগীর Previous post শেখ হাসিনা পালিয়ে গেলেও বসে নেই, ভারতে বসেই ষড়যন্ত্র করছে : ফখরুল ইসলাম আলমগীর
ঈদুল আজহার দিন আন্তঃনগর আগামীকাল থেকে চলবে আন্তঃনগর ট্রেন Next post আগামীকাল থেকে চলবে আন্তঃনগর ট্রেন