January 26, 2025
নীলফামারীতে একজনকে কুপিয়ে হত্যা

রংপুরে এক কৃষককে কুপিয়ে হত্যা

Read Time:1 Minute, 25 Second

রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানা এলাকায় মোঃ সাদ্দাম হোসেন (৩৩) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ বৃহস্পতিার সকালে তার লাশ হাজিরহাট রনচন্ডি ধনিরপাড় এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার তহির উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন পেশায় একজন কৃষক হলে তিনি মাঝে মধ্যে অটোরিকশা এবং ট্রাক চালাতেন।

আজ বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে আনুমানিক ৫০০ গজ দূরে তার ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক মর্গে পাঠান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শত্রতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে।

হাজিরহাট থানার ওসি বলেন, নিহতের গলা, পিঠ ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে কারা হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে। এই বিষয়ে নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post লালমনিরহাটে বাসচাপায় ইমামের মৃত্যু
কিশোরীগঞ্জে মাইন সদৃশ বোমা উদ্ধার করেছে পুলিশ Next post কিশোরীগঞ্জে মাইন সদৃশ বোমা উদ্ধার করেছে পুলিশ