January 20, 2025
আবু সাঈদ হত্যা মামলায় দুইজন পুলিশ সদস্যকে ৪ দিনের রিমান্ড

রংপুরে কোটা বিরোধী আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যু

Read Time:1 Minute, 52 Second

রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী। আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকায় থেকে ক্যাম্পাসের দিকে যায়। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট মারে। সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হন।

নিহত ওই শিক্ষার্থীর নাম আবু সাঈদ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বলেন, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেয়। তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। অনেক পুলিশ সদস্য এতে আহত হয়েছেন। একজন মারা গেছে বলে শুনেছি তিনি কীভাবে মারা গেছেন তা সম্পর্কে বলতে পারছি না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
হাতীবান্ধায় জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে ১১ জন আহত Previous post দিনাজপুরে কোটা সংস্কার আন্দোলন সংঘর্ষে ১২ জন আহত
রংপুরে ছাত্রদের বিক্ষোভ সমাবেশের ডাকে পরিস্থিতি আবারও থমথমে Next post রংপুরে মাঠে নামবে বিজিবি