রংপুরে মাঠে নামবে বিজিবি
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রংপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক সাধারণ শিক্ষার্থী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ ও আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী। এমন পরিস্থিতিতে বিজিবি তলব করেছে জেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে জেলা প্রশাসক মোবাশ্বের হাসান বলেন, ‘আমরা বিজিবি তলব করেছি। কিছুক্ষণের মধ্যে তারা মাঠে নেমে যাবে।’
এদিকে বিকালে সংঘর্ষে নিহত শিক্ষার্থীর নাম নাম আবু সাঈদ (২২)। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমর্থক। তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল ইসলাম সংঘর্ষে শিক্ষার্থী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন কিনা, তা জানাতে পারেনি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান আসিফ আল মতিন বলেছে, পুলিশের গুলিতে সাঈদ নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে রংপুর নগরীর লালবাগ থেকে শুরু করে মডার্ন মোড়, পার্কের মোড়সহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই সংঘর্ষ শুরু হয়। যা এখনও চলমান রয়েছে। প্রায় ৪ কিলোমিটার এলাকাব্যাপী সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রংপুর জিলা স্কুল থেকে কয়েক হাজার শিক্ষার্থী কোটা সংস্কার নিয়ে মিছিল বের করেন। এর আগে নগরীর সব স্কুল-কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সেখানে সমবেত হয়। মিছিলটি পুলিশ লাইন্সের কাছে এলে পুলিশ মিছিলকারীদের গতিরোধ করে। এই সময় লাঠিচার্জ করে। কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলকারীরা নগরীর জাহাজ কোম্পানি এলাকায় এসে নগরীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে আধা ঘণ্টা সেখানে অবস্থান করেন। এরপর বিক্ষোভকারীরা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে এসে বিক্ষোভ করে।
পরে শিক্ষার্থীরা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ আবারো তাদের গতিরোধ করে। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে ৪ কিলোমিটার সড়ক অতিক্রম করে নগরীর লালবাগ এলাকায় পৌঁছে সেখানে কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা তাদের সাথে যোগ দেয়। পরে মিছিলকারীরা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরে অবস্থান নিয়ে আন্দোলনকারীদের ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
আরোও খবর পড়ুন
পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলনকে গ্রেপ্তার
রংপুর জেলার পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেপ্তার করেছে...
রংপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
রংপুরে মর্যাদায় সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর টাউন হল বধ্যভূমিতে...
পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি মধ্যবয়সী যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) ভোররাতে পঞ্চগড় সদর...
রংপুরে ঘন কুয়াশায় বাস-ট্রাকের সংঘর্ষ
ঘন কুয়াশার কারণে রংপুর জেলার তারাগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন...
রংপুর প্রেস ক্লাব মার্কেটের মোবাইলের দোকানে চুরি
রংপুর প্রেস ক্লাব মার্কেটের ৬টি মোবাইলের দোকানে চুরি সংগঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে...
ছাত্রী নিবাস থেকে কলেজের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার
রংপুর নগরীর চার তলা মোড়ে আলম ছাত্রী নিবাসের নিচতলা থেকে কারমাইকেল কলেজের ডিগ্রী প্রথম বছরের শিক্ষার্থী জয়শ্রী রাণী জয়ার (২০)...