January 26, 2025
রংপুরে ছাত্রদের বিক্ষোভ সমাবেশের ডাকে পরিস্থিতি আবারও থমথমে

রংপুরে মাঠে নামবে বিজিবি

Read Time:4 Minute, 4 Second

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রংপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক সাধারণ শিক্ষার্থী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ ও আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী। এমন পরিস্থিতিতে বিজিবি তলব করেছে জেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে জেলা প্রশাসক মোবাশ্বের হাসান বলেন, ‘আমরা বিজিবি তলব করেছি। কিছুক্ষণের মধ্যে তারা মাঠে নেমে যাবে।’

এদিকে বিকালে সংঘর্ষে নিহত শিক্ষার্থীর নাম নাম আবু সাঈদ (২২)। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমর্থক। তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল ইসলাম সংঘর্ষে শিক্ষার্থী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন কিনা, তা জানাতে পারেনি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান আসিফ আল মতিন বলেছে, পুলিশের গুলিতে সাঈদ নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে রংপুর নগরীর লালবাগ থেকে শুরু করে মডার্ন মোড়, পার্কের মোড়সহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই সংঘর্ষ শুরু হয়। যা এখনও চলমান রয়েছে। প্রায় ৪ কিলোমিটার এলাকাব্যাপী সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রংপুর জিলা স্কুল থেকে কয়েক হাজার শিক্ষার্থী কোটা সংস্কার নিয়ে মিছিল বের করেন। এর আগে নগরীর সব স্কুল-কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সেখানে সমবেত হয়। মিছিলটি পুলিশ লাইন্সের কাছে এলে পুলিশ মিছিলকারীদের গতিরোধ করে। এই সময় লাঠিচার্জ করে। কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলকারীরা নগরীর জাহাজ কোম্পানি এলাকায় এসে নগরীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে আধা ঘণ্টা সেখানে অবস্থান করেন। এরপর বিক্ষোভকারীরা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে এসে বিক্ষোভ করে।

পরে শিক্ষার্থীরা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ আবারো তাদের গতিরোধ করে। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে ৪ কিলোমিটার সড়ক অতিক্রম করে নগরীর লালবাগ এলাকায় পৌঁছে সেখানে কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা তাদের সাথে যোগ দেয়। পরে মিছিলকারীরা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরে অবস্থান নিয়ে আন্দোলনকারীদের ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
আবু সাঈদ হত্যা মামলায় দুইজন পুলিশ সদস্যকে ৪ দিনের রিমান্ড Previous post রংপুরে কোটা বিরোধী আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যু
Next post পীরগঞ্জে ট্রাক্টরের হালে পড়ে এক কিশোরের মৃত্যু