November 9, 2024
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ কলেজ শিক্ষার্থীর ৩ দিন পর মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ কলেজ শিক্ষার্থীর ৩ দিন পর মৃত্যু

Read Time:2 Minute, 23 Second

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লংমার্চ কর্মসূচির সময় ঢাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ কলেজ শিক্ষার্থী মিরাজ খান ৩ দিন পর মারা গেছেন।

আজ বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মিরাজের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারীতে।

মিরাজ খান আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের বারঘড়িয়া সর্দারপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি দনিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। মহিষখোঁচা ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফ আলী গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মিরাজের মৃত্যু হওয়ার তথ্য নিশ্চিত করেন।

পরিবার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লংমার্চ টু ঢাকা কর্মসূচিতে ৫ আগস্ট অন্য শিক্ষার্থী ও সাধারণ মানুষের সাথে ঢাকায় অংশ নেয় কলেজশিক্ষার্থী মিরাজ খান। ওই দিন আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে আহত হয় মিরাজ খান। সহযোদ্ধারা প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করে অস্ত্রোপচারে গুলি বের করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মিরাজের বাবা আব্দুস সালাম বলেন, ‘আমার ছেলে কোটা সংস্কার তথা শেখ হাসিনা হটাও আন্দোলনে গিয়ে পুলিশ ও আওয়ামী লীগের গুলিতে আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় মিরাজ মারা গেছে।’ ছেলের আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Previous post ঠাকুরগাঁওয়ে বাস ও তেলবাহী ট্রাকের সংঘর্ষে ২ জনের মৃত্যু
হিলি স্থলবন্দরে ৬ দিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ Next post হিলি ইমিগ্রেশনে বাড়তি সতর্কতা