
গাইবান্ধায় পিস্তল-গুলিসহ ৩ জন গ্রেপ্তার
গাইবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে পিস্তল ও গুলিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এই সময় তাদের এক জোড়া হাতকড়া, ২ টি মোটরসাইকেল ও ৩ টি মোবাইল জব্দ করা হয়।
আজ শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাইবান্ধা জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ কামাল হোসেন।
গ্রেপ্তাররা হলেন- বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার মোঃ ইলিয়াস উদ্দিন ওরফে ইংলিশ মেম্বার (৫৪), একই এলাকার মোঃ শাহীন আলম (৩২) ও সাখাওয়াত হোসেন ডাবলু (৪২)।
এসপি মোঃ কামাল হোসেন জানান, গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে গাইবান্ধা পৌরসভার ৩ নং ওয়ার্ডের সুখ-শান্তির মোড় এলাকায় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। সে সময় মোঃ ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, এক জোড়া হাতকড়া, ১টি মোটরসাইকেল ও ১টি বাটন মোবাইল জব্দ করা হয়। সে সময় অপর ২ টি মোটরসাইকেলে থাকা ৪-৫ জন দুষ্কৃতকারী ঘটনাস্থান থেকে মোটরসাইকেল যোগে গাইবান্ধা শহরের দিকে পালিয়ে যান। পরে ডিবি পুলিশ মোটরসাইকেল ২ টিকে তাড়া করে শহরের সুন্দরজাহান মোড় এলাকায় এসে ১টি মোটরসাইকেল, ২টি বাটন মোবাইলসহ আসামি শাহীন ও সাখাওয়াত ডাবলুকে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিরা। তারা একে অপরের সহযোগী এবং বাস ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনার সাথে জড়িত পলাতক আসামি গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। অন্য কেউ জড়িত আছে কি না সেই ব্যাপারে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসামিদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে।
এসপি মোঃ কামাল হোসেন আরও জানান, আসামি ইলিয়াসের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনে ২টি মামলা, সাখাওয়াত হোসেন ডাবলুর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য, সরকারি কাজে বাধা প্রদান, মাদকদ্রব্য, চাঁদাবাজিসহ মোট ১১টি মামলা ও শাহীনের বিরুদ্ধে ১ টি মামলা বিচারাধীন রয়েছে।
সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম হোসেন (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতিময় গোব (এ- সার্কেল), জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোখলেছুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরোও খবর পড়ুন
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ২০ জন গ্রেপ্তার
কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে মোট ২০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধের আসামি।আজ বুধবার সকাল সাড়ে...
র্যাব-১৩ অভিযানে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
র্যাব-১৩'র চৌকস অভিযানে পাথর বোঝাই ট্রাকে বিপুল পরিমাণ গাঁজা পরিবহনকালে দুই জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। গতকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) ২০২৩...
তিস্তার ভাঙন থেকে চরাঞ্চলগুলো রক্ষা হবে: শামীম হায়দার পাটোয়ারী
তিস্তার ভাঙন কবল হতে সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলগুলোকে রক্ষা করা হবে। বিশেষ করে কাপাসিয়া ইউনিয়নের প্রতিটি চরের চারদিকে বাঁধ দিয়ে তিস্তার...
৫৬ বিজিবির অভিযানে ১৯ কেজি স্বর্ণসহ এক চোরাকারবারি আটক
অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টাকালে মোট ১৯টি স্বর্ণের বারসহ মোঃ জুয়েল মিয়া (৩২) নামে এক যুবককে...
পীরগাছায় অটোচালক হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার
রংপুর জেলার পীরগাছায় অটোচালক সাকিব মিয়া হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় তাঁদের কাছ থেকে ৫ টি...
গাইবান্ধার দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার
গাইবান্ধা জেলার ফুলছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৬ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় ডাকাতের কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার...