December 13, 2024
নাগেশ্বরী উপজেলার ভূমি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন গ্রেপ্তার

নাগেশ্বরী উপজেলার ভূমি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন গ্রেপ্তার

Read Time:4 Minute, 27 Second

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ ভূমি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। আজ রবিবার (২৭ অক্টোবর ভোরে এইমর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে কচাকাটা থানা-পুলিশ।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ অগ্নিকাণ্ড ও এতে ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃত দুইজন হলেন, বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ বাজার এলাকার মকবুল হোসেনের ছেলে আরিফ হোসেন ও একই ইউনিয়নের গাবতলা ডাক্তার পাড়ার মোঃ নুর ইসলামের ছেলে মোঃ বাবু মিয়া। তাঁরা আজ (রবিবার) ভোরে ভূমি কার্যালয়ে দরজার তালা ভেঙে ভেতরে থাকা একটি পাম্প মোটর চুরি করে নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার (২৭ অক্টোবর) ভোরে নামাজ পড়তে গেলে স্থানীয়রা ভূমি কার্যালয়ে আগুন দেখতে পান। পরে স্থানীয়দের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ভূমি কার্যালয়ের কর্মচারী ও পুলিশ ঘটনাস্থানে পৌঁছায়।

গ্রেপ্তার আরিফ ও বাবুর দেওয়া প্রাথমিক ‘স্বীকারোক্তির’ বরাতে পুলিশ জানায়, রবিবার ভোরে ভূমি কার্যালয়ে ঢুকে একটি পানির পাম্প চুরি করে নিয়ে যায় আরিফ ও বাবু। এই সময় তাঁরা কার্যালয়ের ভেতর ধূমপান করেন। তাদের ফেলে যাওয়া সিগারেট থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে কার্যালয়ের বেশ কিছু নথিপত্র পুড়ে গেছে।

তবে পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডটি অভিযুক্তদের দ্বারা ইচ্ছাকৃত সংঘটিত কি না ও এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ইউএনও সিব্বির আহমেদ বলেন, ‘চুরির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্য অনুযায়ী পাম্প মোটরটি উদ্ধার করা হয়েছে। আগুনে অফিসের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে।’ আগুনে ১২টি রেজিস্ট্রার-২ বই, ও একটি রেজিস্ট্রার-১২ বই পুড়ে গেছে। এছাড়াও বেশ কিছু নামজারি নথি পুড়ে গেছে বলেও জানান, ইউএনও।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম জানায়, প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার দুপুরে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী আরিফের ঘর থেকে পাম্প মোটরটি উদ্ধার করা হয়েছে। এছাড়াও অভিযানে মোঃ বাবু মিয়ার ঘর থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা হয়েছে।

ওসি বলেন, ‘ভূমি কার্যালয়ের এক কর্মচারী বাদী হয়ে গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে চুরি ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা করেছেন। এছাড়াও থানার উপপরিদর্শক আজহার আলী বাদী হয়ে অভিযুক্ত মোঃ বাবু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আসামিদের আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
কুড়িগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত Previous post গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
ঠাকুরগাঁও জেলা যুবলীগের সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ Next post ঠাকুরগাঁও জেলা যুবলীগের সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ