June 2, 2023
প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকিদাতা’ গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকিদাতা’ গ্রেপ্তার

Read Time:3 Minute, 4 Second

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকিদাতা’ রাজশাহীর বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে (৬৬) গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে দশটার দিকে রাজশাহীর ভেড়িপাড়া-কোর্ট এলাকা হতে তাকে আটক করে পুলিশ।

আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক এসব তথ্য নিশ্চিত করেন এবং বলেন, বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে দুপুর পৌনে বারোটায় এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন।

এর আগে তার মেয়ে মোছাঃ জাকিয়া সুলতানাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল (বুধবার) এক বিবৃতিতে এই অভিযোগ করে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি করেন বিএনপির মহাসচিব।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার পর থেকে রাজশাহীর ৭ থানায় চাঁদসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নয়টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৩ মামলায় চাঁদকে একমাত্র আসামি করা হয়। এ ছাড়া চাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।

মামলা হওয়ার পর বেশ কয়েকদিন আত্মগোপনে ছিল চাঁদ‌। তাকে গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় ব্যাপক অভিযান চালায় পুলিশ। তবে গোপনে চাঁদ আদালতে আত্মসমর্পণ করার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত শুক্রবার (১৯ মে) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে রাজশাহী মহানগর এবং জেলা বিএনপির জনসমাবেশে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর’ হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। পরবর্তীতে তার এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ওই ভিডিওর বক্তব্যে আবু সাঈদ চাঁদকে বলতে শোনা যায়, ‘আর ২৭ দফা বা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা তা করব।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
স্তব্ধ রংপুর কর্মসূচী বাস্তবায়নে রাজপুরে মতবিনিময় সভা Previous post স্তব্ধ রংপুর কর্মসূচী বাস্তবায়নে রাজপুরে মতবিনিময় সভা
স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তি ও সম্প্রসারণ শীর্ষকসেমিনার ও প্রদর্শনী Next post স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তি ও সম্প্রসারণ শীর্ষকসেমিনার ও প্রদর্শনী