September 24, 2023
উখিয়া-টেকনাফে অস্ত্রসহ ৭ জন গ্রেফতার

উখিয়া-টেকনাফে অস্ত্রসহ ৭ জন গ্রেফতার

Read Time:3 Minute, 47 Second

কক্সবাজার জেলার উখিয়া-টেকনাফ কেন্দ্রিক ডাকাতি, অপহরণ, মানবপাচার, মাদক পাচার এবং ধর্ষণসহ নানা অপরাধের সশস্ত্র বাহিনী প্রধান রাসেসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

এসময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদক দ্রব্য ইয়াবাসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটা হতে ভোর পর্যন্ত উখিয়ার পালংখালী ইউনিয়নের তেলখোলা বটতলী গহীন পাহাড়ী এলাকায় এ অভিযানটি চালানো হয়।

বুধবার দুপুরে কক্সবাজারস্থ র‍্যাব-১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-১৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ সৈয়দ সাদিকুল হক।

গ্রেফতাররা হলেন, উখিয়ার থাইংখালী এলাকার মৃত শেখ হাবিবুর রহমানের পুত্র মোঃ শেখ রাসেল (৩২), টেকনাফের রঙ্গিখালী এলাকার দুদু মিয়ার পুত্র মোঃ ছলিম মিয়া (৩৮), একই এলাকার কবির আহমদের পুত্র মোঃ নুরুল আমিন (৪২), মোঃ নুরুল আমিনের পুত্র মোঃ কায়সার উদ্দিন (২০), মৃত দিল মোহাম্মদের পুত্র মোঃ সাদিক হোসেন (৩০), টেকনাফের কাঞ্জর পাড়া এলাকার মোঃ নুরুল ইসলামের পুত্র মোঃ সাহাব উদ্দিন (২৫), উখিয়ার থাইংখালী এলাকার আবদুর শরিফের পুত্র মোঃ নুরুল হাকিম (৪০)।

অভিযানস্থান থেকে মোট ৬টি দেশীয় তৈরি একনলা বড় বন্দুক, ১২ রাউন্ড শর্টগানের কার্তুজ, ২টি এলজি, সাত রাউন্ড রাইফেলের তাজা কার্তুজ এবং ১ রাউন্ড খালি কার্তুজ, একটি রামদা, ২০,০০০ ইয়াবা এবং ৪টি বাটন ফোন উদ্ধার করা হয়।

রাসেলের বিরুদ্ধে ডাকাতি, মাদক, অপহরণ, মারামারি, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে মোট ১৫টির অধিক মামলা, মোঃ ছলিম মিয়ার বিরুদ্ধে তিনটি, নুরুল আমিনের বিরুদ্ধে মোট ৫টি, মোঃ সাদেক হোসেনের বিরুদ্ধে ৬টি, সাহাব উদ্দিনের বিরুদ্ধে তিনটি এবং নুরুল হাকিমের বিরুদ্ধে তিনটির অধিক মামলা আছে বলে জানিয়েছে র‍্যাব।

সংবাদ সম্মেলন র‍্যাব-১৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ সৈয়দ সাদিকুল হক জানিয়েছেন, রাসেল সশস্ত্র ১টি বাহিনী করে নানা অপরাধের সঙ্গে সংযুক্ত আছে। ইতিমধ্যে রাসেল বাহিনীর সদস্যরা র‍্যাব, পুলিশ, বনবিভাগসহ আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা এবং গুলি বর্ষণ করেছিল। তার অবস্থান নিশ্চিত হওয়ার পর র‍্যাব গহীন পাহাড়ে অভিযান চালায়। এই সময় মোট ৭ জনকে গ্রেফতার করে অস্ত্র, ইয়াবাসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

এর আগে গত ২১ সেপ্টেম্বর উখিয়ার ইউএনওর নেতৃত্বে অভিযানে তার আস্তানা হতে অবৈধ অস্ত্র উদ্ধার করেছিল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
রাতের আঁধারে ঘরে ঢুকে নববধূকে হত্যা Previous post রাতের আঁধারে ঘরে ঢুকে নববধূকে হত্যা
বন্ধ আছে এনআইডি সার্ভার Next post বন্ধ আছে এনআইডি সার্ভার