গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতারকৃত দুইজনের মৃত্যু
গাইবান্ধা জেলার সাঘাটায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হওয়া দুইজন ব্যক্তির মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, নির্যাতনের কারণেই তাদের মৃত্যু হয়েছে।
তবে পুলিশ বলছে, গ্রেফতারের পর আতঙ্কগ্রস্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে তারা। হাসপাতালে ভর্তি করার পর সেখানে তাদের মৃত্যু হয়।
মৃত ব্যক্তিরা হলেন- সাঘাটা উপজেলার গোবিন্দী এলাকার রোস্তম আলীর ছেলে সোহরাব হোসেন আপেল (৩৫) এবং একই এলাকার মালেক উদ্দিনের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৪৫)।
গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ইবনে মিজান।
এর আগে গত সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে সাঘাটা এলাকা থেকে ওই দুইজনসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া অন্যরা হলেন- সাঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট (৪৫), সাঘাটা ইউনিয়নের ভরতখালীর বাঁশহাটি এলাকার সেরায়েত আলীর ছেলে মোঃ সাহাদৎ হোসেন পলাশ (৪৫) এবং উত্তর সাথালিয়া গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ রিয়াজুল ইসলাম রকি (২৮)।
পুলিশ কর্মকর্তা ইবনে মিজান জানায়, সোমবার (৯ সেপ্টেম্বর) ভোর রাতে সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের গোবিন্দী গ্রামে অভিযান চালায় যৌথ বাহিনী। এই সময় ইউপি চেয়ারম্যান সুইটসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরপর তারা অসুস্থ হয়ে পড়লে ৫ জনকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে মোঃ শফিকুল ইসলাম ও মোঃ রিয়াজুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এবং মোশারফ হোসেন সুইট, সোহরাব হোসেন আপেল ও শাহাদাৎ হোসেন পলাশকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। তাদের মধ্যে মোঃ শফিকুল ইসলাম মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শজিমেক হাসপাতালে এবং সোহরাব হোসেন আপেল দুপুরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।
সোহরাব হোসেন আপেলের স্ত্রী জানান, আমার স্বামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তিনি একটি প্রাইমারি স্কুলের নৈশপ্রহরী ছিলেন। আমার স্বামীকে তারা রাতে গ্রেফতার করে খুব পিটিয়েছে। একটি পা ভেঙে দিয়েছে। দুপুরে গাইবান্ধা সদর হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
গাইবান্ধা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মোঃ মাহবুব হোসেন বলেন, আহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি তিনি। হাসপাতালের আরএমওর সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি।
এই ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোঃ আসিফুর রহমান জানায়, নিহতের পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এই আঘাতে মৃত্যু অপ্রত্যাশিত। হয়তো তার অভ্যন্তরীণ কোন প্রকার সমস্যা ছিল। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।
আরোও খবর পড়ুন
সড়ক দূর্ঘটনায় ডোমারের আনসার সদস্যের মৃত্যু
চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুত্ব আহত হয়েছিলেন নীলফামারী জেলার ডোমার উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা কল্পনা রানী রায়(৪০)। চিকিৎসাধীন অবস্থায়...
ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় দুইজনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয় ১,২১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে...
বরখাস্ত হলেন লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ার কারণে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মিকে এবার...
সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধের মৃত্যু
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে গফুর আলী(৯০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।গতকাল রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ইদিলপুর ইউনিয়নের...
গাইবান্ধায় ফেন্সিডিলসহ নারী গ্রেফতার
গাইবান্ধার সদরে ফেনসিডিলসহ মীম (২০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এই সময় ১৪৯ বোতল ফেন্সিডিল জব্দ করা...
চাকরি গেলেও সমস্যা নেই: লালমনিরহাট নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত পোস্ট করে ওএসডি হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের...