January 20, 2025
জলঢাকায় চোর চক্রের ৩ জন সদস্য গ্রেফতার করেছে পুলিশ

জলঢাকায় চোর চক্রের ৩ জন সদস্য গ্রেফতার করেছে পুলিশ

Read Time:2 Minute, 2 Second

নীলফামারী জেলার জলঢাকায় আন্তঃজেলা চোর চক্রের ৩ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৯ নভেম্বর) অভিযান পরিচালনা করে বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, হাজিরহাট থানার দক্ষিণ বিন্নাটারী এলাকার আব্দুস সামাদের ছেলে মোঃ মিজানুর রহমান বাবু (৪০), একই এলাকার মৃত নুর ইসলামের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৪৫) এবং রংপুর জেলার কাউনিয়া উপজেলার রাজিব টেপামধুপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মোঃ সাজু আহমেদ পায়েল।

পুলিশ সূত্রে জানা গেছে, গত (২৬ নভেম্বর) ডালিয়া ব্রিজ যাওয়ার কথা বলে এক অটোচালক ভাড়া করে অটো নিয়ে যায়। খাবার খাইয়ে অটোচালককে অজ্ঞান করে অটো নিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তারা অটো চুরির বিষয় স্বীকার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ আরও ৩ টি চোরাই গরু উদ্ধার করে।

এই বিষয়ে জলঢাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুক্তারুল আলম জানায়, তারা চেতনা নাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে জল ঢাকা থানাসহ বিভিন্ন এলাকায় অটো গাড়ি চুরি করে আসছিল। চোর মোঃ সাজু আহমেদ পায়েলের বিরুদ্ধে মোট ১৫টি অটোচুরি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।‍‍

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
দিনাজপুরে ধানখেত থেকে এক সাঁওতাল নারীর লাশ উদ্ধার Previous post রাতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ভোরে মিলল লাশ
রংপুর ৫ আসনে মনোনয়ন জমা দিয়েছেন রাশেক রহমান Next post রংপুর ৫ আসনে মনোনয়ন জমা দিয়েছেন রাশেক রহমান