January 25, 2025
তাজহাট থানা পুলিশের হাতে চোর চক্রের ৪ জন সদস্য গ্রেফতার

তাজহাট থানা পুলিশের হাতে চোর চক্রের ৪ জন সদস্য গ্রেফতার

Read Time:2 Minute, 58 Second

গোপন তথ্যের ভিত্তিতে আরপিএমপি কোতয়ালী জোন এর সহকারী কমিশনার মোঃ আরিফুজ্জামান’র অপারেশন পরিকল্পনায় আরপিএমপি’র তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন আলী’র নেতৃত্বে একদল চৌকস পুলিশ অফিসার সঙ্গীয় ফোর্সসহ গত মঙ্গলবার (২৪ অক্টোবর) থেকে (২৫ অক্টোবর) পর্যন্ত একটানা অভিযান চালিয়ে অটো বাইক চোর চক্রের মোট ৪ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এই সময় তাদের কাছ হতে চুরি যাওয়া অটোবাইকটি উদ্ধার করেছে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাজহাট থানাধীন মডার্ন মোড় থেকে অটো চুরির অপরাধে মোঃ ফয়সাল আহম্মেদরনি নামে ১জনকে গ্রেফতার করা হয়।

পরে তার দেয়া তথ্য মতে হারাগাছ থানার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান জ্বালিয়ে আরও ৩ জন সংঘবদ্ধ ব্যাটারী চালিত অটোবাইক চোর চক্রের সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এই সময় চুরি যাওয়া অটোবাইকটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা রংপুর জেলার কাউনিয়া থানার অন্তর্ভুক্ত শিবু কুন্ঠিরাম গ্রামের শাহ আলমের ছেলে মোঃ ফয়সাল আহম্মেদ রনি (৩৪), আরপিএমপি’র হারাগাছ থানার অন্তর্ভুক্ত পশ্চিম পোদ্দারপাড়া গ্রামের মৃত গোলাম হোসাইনের ছেলে মোঃ আক্তারুল ইসলাম কাঞ্চন (৩২) একই থানার অন্তর্ভুক্ত উত্তর ঠাকুরদাস গ্রামের আয়নাল হক এর ছেলে মোঃ মাসুদার রহমান (৪৪) এবং একই গ্রামের শাহ আলমের ছেলে মোঃ আনোয়ারুল ইসলাম আকাশ (১৯)।
এই চুরি সংক্রান্তে আরপিএমপি তাজহাট থানায় ১টি মামলা রুজু হয়েছে, যার মামলা নং-১৯, তারিখ- ২৫.১০.২৩, ধারা- ১৪৩. ৪৪৭. ৩২৩. ৩২৪. ৩২৫. ৩০৭. ৩৫৪. ৩৭৯. ১১৪ পেনাল কোড।

আরপিএমপি’র তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন আলী জানান, আসামীরা সংঘবদ্ধ ব্যাটারী চালিত অটো চোর চক্রের সক্রিয় সদস্য ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
দিনাজপুরে ডায়ালাইসিস বন্ধ: রোগীরা চরম দুর্ভোগ Previous post দিনাজপুরে ডেঙ্গুতে এক জনের মৃত্যু
মিঠাপুকুরে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অপহৃত Next post মিঠাপুকুরে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অপহৃত