January 26, 2025
ডিমলায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ দুইজন গ্রেপ্তার

দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের ছয়জন গ্রেফতার

Read Time:3 Minute, 49 Second

দিনাজপুর জেলার হাকিমপুরে অটোরাইস মিলে ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় ধারাবাহিক অভিযানে গত বুধবার দিবাগত গভীর রাতে তাদেরকে আটক করে।

এই সময় ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

গ্রেফতররা হলেন-দিনাজপুর সদর উপজেলার করিমুল্লাহপুরের আব্দুর রহিম ওরফে পোড়া রহিম (৬৮), ৬ নং উপশহর এলাকার মোঃ দুলাল মিয়ার ছেলে শামীম ওরফে পবন (৩০), দিনাজপুর পৌরসভার কসবা এলাকার মৃত আব্দুস জব্বারের ছেলে আব্দুস সোহাগ (৩৪), হাকিমপুর উপজেলার বাসুদেবপুর এলাকার মৃত ঈমান আলী মিস্ত্রির ছেলে মোঃ আলিম হোসেন (৪০), চিরিরবন্দর উপজেলার ভাবকি এলাকার মোঃ ফরিদুল ইসলাম ওরফে মাসুয়া (৪৫) এবং সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের নিমনগর এলাকার মৃত কান্দু মাসুদের ছেলে মোঃ বকুল হোসেন (৫০)।

আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোঃ শাহ ইফতেখার আহমেদ জানান, গত ১৫ ফেব্রুয়ারি হাকিমপুর উপজেলার বাসুদেবপুরে শ্রী গনেশ প্রসাদ সাহার ইউনাইটেড রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হওয়ার সংবাদটি সোস্যাল মিডিয়ায় প্রকাশিত হলে হাকিমপুর ও কোতোয়ালি থানা ও ডিবি পুলিশের বিভিন্ন ইউনিট গতকাল বুধবার দিবাগত গভীর রাতে দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে। উদ্ধার হয় দেশীয় অস্ত্র ১টি কুড়াল, ১টি চাপাতি, ২টি টর্চ লাইট, ৩টি বাটন মোবাইল ফোন, ২টি ট্রাভেল ব্যাগ ও নগদ ৯,৩০০ টাকা।

আটকরা সকলে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে গরু চুরি, মাদক সংক্রান্তসহ একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় ডাকাত দলের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার। সংবাদ সম্মেলনের সময় দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুনসহ পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তারা উপস্থিত ছিল।

উল্লেখ্য যে, হাকিমপুরে শ্রী গনেশ প্রসাদ সাহার ইউনাইটেড রাইস মিলে ডাকাতির ঘটনার পরপরেই অফিস কক্ষের একটি সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে নড়েচড়ে বসে পুলিশ। ডাকাতির পূর্বে তারা মিলের ম্যানেজার ও নৈশপ্রহরীসহ ৪ জনকে হাত পা বেঁধে রাইসমিলের ভিতরে প্রবেশ করে বিভিন্ন লকার ভেঙে সাড়ে তিন লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
দিনাজপুরে ধানখেত থেকে এক সাঁওতাল নারীর লাশ উদ্ধার Previous post দেবীগঞ্জে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার
কুড়িগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত Next post হাকিমপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত