November 9, 2024
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের মামলায় উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

Read Time:4 Minute, 3 Second

দিনাজপুর জেলার বোচাগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্রদের দায়ের করা মামলায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলীকে গ্রেফতার করে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

এই মামলায় দিনাজপুর-২ আসনের সাবেক এমপি ও সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ ২৪ জনের নাম দিয়ে ও ৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বোচাগঞ্জ থানায় মামলা হয়েছে।

মামলার আসামিরা হলেন সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আফসার আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কাউসার, তার পিএ মোঃ আব্দুল বাশার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আব্দুস সবুর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইশান ইসলাম, কলেজ পাড়ার মোঃ শাহ জাহান, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ বাপ্পী সরকার, শহিদপাড়ার মোঃ সিমন ইসলাম, ছাত্রলীগ নেতা মোঃ নাসিরুল ইসলাম নয়ন, শহিদপাড়ার মোঃ নিলয় ইসলাম, মোঃ মেহেদী হোসেন, হাজিপাড়ার মোঃ রিয়াদ হোসেন, আটগাঁও পশ্চিমপাড়ার মোঃ নাঈম ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ শাহ নেওয়াজ সৌরভ, শহিদপাড়ার মোঃ আশরাফুল ইসলাম আকাশ, আওয়ামী লীগ নেতা মোঃ ছুটি, সেতাবগঞ্জ কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি মোঃ শাওন ইসলাম, ছাত্রলীগ নেতা মোঃ হৃত্তিক হোসেন, মোঃ সমুদ্র ইসলাম, বড়মাঠ পাড়ার মোঃ সোহেল রানা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ আলী তুহিন, রেলকলোনী পাড়ার মো. আরাফাত হোসেন জনি ও বোচাগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম লিটন।

গত শুক্রবার দিবাগত মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ ফয়সাল মোস্তাক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই মামলায় শনিবার (১৭ আগষ্ট) বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আফছার আলীকে গ্রেফতার দেখিয়ে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করেছেন পুলিশ।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু বক্কর সিদ্দিক রাসেল মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৮ জুলাই বোচাগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে মারপিটসহ ছাত্রীদের শ্লিলতাহানী ঘটায়। ছাত্র-ছাত্রীরা প্রাণরক্ষার জন্য আত্মগোপনে থাকায় চিকিৎসাও করাতে পারেন নি। এরই প্রেক্ষিতে ২৪ জনের নাম উল্লেখ করে ও ৭০ জন অজ্ঞাতনামা আসামী করে বোচাগঞ্জ থানায় এই মামলা দায়ের করা হয়। আটক উপজেলা চেয়ারম্যানকে ছাত্রদের মিছিলে হামলা করার মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান দেওয়া হয়েছে। বিচারক তাকে জেলহাজতে পাঠিয়েছেন। অন্যান্য আসামিরা পলাতক আছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
৬ বছর পর দেশে ফিরছে শফিক রেহমান Previous post ৬ বছর পর দেশে ফিরছে শফিক রেহমান
কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাশিদুলের পরিবারের পাশে জামায়াত Next post কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাশিদুলের পরিবারের পাশে জামায়াত