November 6, 2024
কুড়িগ্রামে স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেফতার

রংপুরে নাশকতা মামলায় বিএনপি নেতা সালামসহ গ্রেফতার ২ জন

Read Time:2 Minute, 14 Second

রংপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ আব্দুস সালাম ও কর্মী মোঃ ফারুক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রবিবার সকালে হরতালের সমর্থনে নগরীর কলেজ রোড চারতলা মোড় এলাকায় মিছিলের সময় পুলিশ ধাওয়া করে ওই ২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির মিডিয়া সেলের মুখপাত্র ও মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন।

রংপুর মহানগর পুলিশের কোতয়ালি থানার ওসি মোঃ মাহফুজার রহমান জানান, রবিবার সকালে বিএনপির কয়েকজন নেতাকর্মী চারতলা মোড়ে পিকেটিংসহ নাশকতার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। সেখান থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে মামলা আছে।

এদিকে, রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ ফেরদৌস আলী চৌধুরী বলেন, মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। এরপরও শহর ও মহাসড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এর আগে, গত ২৯ অক্টোবর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে মহানগরের আহ্বায়ক সামসুজ্জামান সামু এবং সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনসহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে নাশকতার প্রস্তুতিসহ পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। ওইদিন বিএনপির কার্যালয়ের পেছন থেকে ৯ টি বোতলজাত পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
পীরগঞ্জে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার Previous post বিরলে এক যুবকের মরদেহ উদ্ধার
সৈয়দপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, দুইজন গ্রেপ্তার Next post স্কুলছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, অতঃপর তরুণ গ্রেপ্তার