December 13, 2024
পীরগাছায় আওয়ামী লীগের দুইজন নেতা গ্রেফতার

রংপুরে সাজ্জাদ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Read Time:2 Minute, 22 Second

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যা মামলায় গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী-লীগ নেতা মোঃ মাজহারুল ইসলাম লেবুকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার (৬ নভেম্বর) সকালে গংগাচড়া সদর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন, গংগাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল এমরান। গ্রেফতারকৃত মোঃ মাজহারুল ইসলাম লেবু ছাত্র-জনতার আন্দোলনে নগরীর সিটি বাজার এলাকায় পুলিশের গুলিতে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যা মামলার ৪৪ নং আসামি।

নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, গত ১৯ জুলাই বিকেলে সিটি বাজার কাঁচামাল আড়তে সবজি কিনতে আসেন সাজ্জাদ। দুপুরের পরেই বাজারের সামনে ছাত্র-জনতার আন্দোলন শুরু হয়। এক পর্যায়ে তিনি আন্দোলনকারীদের পানি ও রুটি দিতে এগিয়ে আসলে বিকেলের দিকে পুলিশ তাকে গুলি করে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃতু ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ জিতু বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে মোট ৫৭ জনকে আসামী করে মামলা করেন। ওই মামলায় শেখ রেহেনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
কুড়িগ্রামে হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার Previous post কুড়িগ্রামে হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
হাতীবান্ধায় জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে ১১ জন আহত Next post দিনাজপুরে সংঘর্ষে একজন নিহত