September 20, 2024
হত্যা ও ডাকাতির ঘটনায় প্রধান আসামিসহ ১০ জন গ্রেফতার

হত্যা ও ডাকাতির ঘটনায় প্রধান আসামিসহ ১০ জন গ্রেফতার

Read Time:2 Minute, 58 Second

রংপুরে আপন বোনকে খুনসহ বাড়িতে ডাকাতির ঘটনার প্রধান আসামি মোঃ জাকির হোসেনসহ ১০ জন আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আমজাদ হোসেন (৪৮), মোঃ শরিফুল ইসলাম (২৮), মোঃ শফিকুল ইসলাম (৪৭), নুুরুল হুদা (৪৪), মোঃ আশরাফুল ইসলাম (৩৩), সুজন চন্দ্র বর্মন (৩৫), মোঃ বাবু মিয়া (৪৭), মোঃ মানিক মিয়া (৪৭) ও মোঃ মশিউর রহমান (৫১)।

এর মধ্যে মানিক ও মশিউর হত্যাকান্ডের শিকার মোছাঃ মোর্শেদা বেগমের আপন ছোট ভাই। আজ শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম সংবাদ সম্মেলন করে এই তথ্য জানায়।

তিনি জানান, খুনসহ ডাকাতির ঘটনার তদন্ত করে ৬ দিনের মধ্যে দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যান্য আসামিদের গ্রেফতার করা হলে তিনজন আসামী আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। তখন পর্যন্ত এই ঘটনার প্রধান আসামি পেশাদার ডাকাত জাকির হোসেন পলাতক ছিল। গতকাল ৭ জুন সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট বাজারে অভিযান চালিয়ে জাকিরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, দস্যুতা, মাদক সংক্রান্ত ৯টি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি মধ্যরাতে মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের শালিকাদহ গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে মোঃ মিজানুর রহমানের বাড়িতে মুখোশধারী এক ডাকাতচক্র প্রবেশ করে তার স্ত্রী মোছাঃ মোর্শেদা বেগমকে এলোপাতাড়ি মারধর করে এবং শ্বাসরোধ করে হত্যা করে। সেই সঙ্গে মিজানুর রহমানকে মারধর করে আহত করে। পরে বাড়িতে থাকা স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা, জমির দলিলসহ ৪ লক্ষ ৩৪,০০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। পরদিন ৮ ফেব্রুয়ারি মিঠাপুকুর থানায় ভুক্তভোগী মোঃ মিজানুর রহমান একটি মামলা দায়ের করেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
পীরগঞ্জে ট্রলির চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু Previous post রংপুরে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের ৩৩ জন নেতাকর্মী কারাগারে Next post পশুর হাটে অতিরিক্ত খাজনা নেওয়ার দায়ে ১ জনের কারাদণ্ড