November 9, 2024
নীলফামারীতে তেলের ড্রাম বিস্ফোরণে পেট্রোল পাম্প ম্যানেজারের মৃত্যু

নীলফামারীতে বিনা নোটিশে চাকরিচ্যুত, ক্লিনিকে তালা লাগিয়ে প্রতিবাদ করলো কর্মচারীরা

Read Time:2 Minute, 57 Second

নীলফামারী জেলার সৈয়দপুরে সূর্যের হাসি ক্লিনিকের ৪ জন কর্মচারীকে বিনা নোটিশে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার সকালে তাঁরা অফিসে গেলে তাঁদের অফিস থেকে বের হরে দেওয়া হয়। এতে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবরুদ্ধ করেন চাকরিচ্যুত কর্মচারী ও তাঁদের স্বজনরা।

জানা যায়, উম্মে কুলসুম পারভীন, মোছাঃ শিউলি, মোঃ শামসুর রহমান ও কামরুন্নেসা নামের ৪ জন কর্মচারী ভিন্ন ভিন্ন পদে দীর্ঘদিন থেকে ওই ক্লিনিকে কর্মরত। প্রতিদিনের মতো ওই দিন কর্মস্থানে হাজির হলে তাঁদের চাকরি নেই বলে বের করে দেওয়া হয়। এরই প্রতিবাদে ভুক্তভোগীরাসহ তাঁদের আত্মীয়-স্বজন একত্রিত হয়ে ব্যবস্থাপককে অবরুদ্ধ করে রাখে। তাঁরা ক্লিনিকের প্রধান গেটে তালা লাগিয়ে দেয়। এতে সেবা নিতে আসা অনেক রোগী ও তাঁদের স্বজনদের ফিরে যেতে হয়।

ভুক্তভোগী কর্মচারী উম্মে কুলসুম পারভিন বলেন, ‘আমি ১৮ বছর ধরে এখানে আয়া পদে কর্মরত ছিলাম। এখন এই বয়সে কোথায় যাব। কে চাকরি দেবে আমাকে? আমার অসুস্থ স্বামী অসুস্থ। ৭ জন মেয়ের মধ্যে ৩ জন মেয়েকে বিয়ে দিয়েছি। বাকি ৪ জন পড়ালেখা করছে। চাকরি না থাকলে তাঁদের খাওয়া ও পড়ালেখার খরচ কীভাবে চালাবো?’

মোছাঃ শিউলি বেগম নামে আয়া পদের অন্য এক কর্মচারী বলেন, ‘এখানে চাকরির প্রথম দিন থেকে যখন যা বলেছে তাই করেছি। আর আজ এসে বলে চাকরি নেই। আমরা এখন কোথায় যাব।’

তাঁদের ৪ জনের অভিযোগ, বিনা কারণে তাঁদের ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। পছন্দ অনুযায়ী লোকদের চাকরিতে বহাল রাখতে ও নিয়োগ দেওয়ার একটা কৌশল অবলম্বন করেছে ক্লিনিকটি।

এই ব্যাপারে সূর্যের হাসি ক্লিনিকের সৈয়দপুর শাখার ব্যবস্থাপক মোঃ সাজেদুর রহমান বলেন, ‘চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তাদের অব্যাহতি দিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তাই তাদের অফিসে আসতে নিষেধ করা হয়েছে। এ বিষয়ে আমার কিছু করার নেই। অব্যাহতির পূর্বে তাঁদের দুই মাসের বেসিক স্যালারি প্রদান করা হয়েছে।

RCN24BD.COM

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
ফুলবাড়ীতে কাঁচা মরিচের দাম বেড়ে ২০০ টাকা কেজি Previous post ফুলবাড়ীতে কাঁচা মরিচের দাম বেড়ে ২০০ টাকা কেজি
কোটা পদ্ধতি বাতিলের দাবিতে মহাসড়কে অবরোধ করেছে বেরোবির শিক্ষার্থীরা Next post কোটা পদ্ধতি বাতিলের দাবিতে মহাসড়কে অবরোধ করেছে বেরোবির শিক্ষার্থীরা