January 26, 2025
রংপুর প্রেস ক্লাব মার্কেটের মোবাইলের দোকানে চুরি

রংপুর প্রেস ক্লাব মার্কেটের মোবাইলের দোকানে চুরি

Read Time:2 Minute, 40 Second

রংপুর প্রেস ক্লাব মার্কেটের ৬টি মোবাইলের দোকানে চুরি সংগঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই ঘটনাটি ঘটে।

এই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৪ জন মাকর্স ও হাতে গ্লাভস পরিহিত তরুণ (২৫ থেকে ৩০ বছরের মধ্যে) সকাল ৯টায় প্রেস ক্লাব মার্কেটের তিনতলায় একে একে শেখ টেলিকম, রিণ বেড, ইউনিক গ্যাজেট, এস কে টেলিকম এবং রাইয়ান ট্রেডার্সে কাচি দিয়ে তালা কেটে ভেতরে প্রবেশ করে এবং ব্যাগ ভর্তি করে মোবাইল নিয়ে যায়। যাওয়ার সময় আবার সার্টার নামিয়ে দিয়ে চলে যায়। আধা ঘণ্টার মধ্যে তারা এই কাজ করে সটকে পড়ে।

খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশ ও সিআইডি ক্রাইম সিন ঘটনাস্থান পরিদর্শন করে। এই বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান জানান, ‘আমরা ক্রাইম সিন দিয়ে ঘটনাস্থান রেকি করেছি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। অভিজ্ঞ চোরের দল কাজটি করেছে। তারা গ্লাভস পড়ে প্রতিটি স্থানে হাত দিয়েছে। মনে হচ্ছে, চোরের দল বাইরের। এ ঘটনায় মামলা হবে। চোরদের ধরতে এর মধ্যেই আমরা অভিযান শুরু করেছি। তথ্য প্রযুক্তির সহায়তা নেয়া হচ্ছে।’

প্রসঙ্গত, এই ঘটনার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে ২১ ঘণ্টা সড়ক অবরোধ করে ব্যবসায়ীরা। এই সময় সকাল থেকেই ব্যবসায়ীরা মার্কেটের সব দোকান বন্ধ রেখেছেন।

ব্যবসায়ীরা জানায়, প্রায় দেড় কোটি টাকার মোবাইল ফোন চুরি হয়েছে।

প্রেস ক্লাব মার্কেটের সভাপতি রোস্তম আলী জানান, ‘এই ঘটনায় আমরা মামলা করবো। পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছে। তারা চোরদের ধরতে চেষ্টা করছে। আমরাও তাগিাদা দিয়ে সময় বেঁধে দিয়েছি। যদি পুলিশ ব্যর্থ হয় তাহলে আমরা সিদ্ধান্ত নিয়ে পরবর্তী বিষয়ে জানাবো।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
ছাত্রী নিবাস থেকে কলেজের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার Previous post ছাত্রী নিবাস থেকে কলেজের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার
sony xperia 5 Next post রাজিবপুরে ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক