September 24, 2023
ডোমারে ডেন্টাল কেয়ার হোমকে ৩০,০০০ টাকা জরিমানা

বেশি দামে আলু বিক্রি, রংপুরে মজুতদারকে জরিমানা

Read Time:2 Minute, 39 Second

চাহিদার থেকে উৎপাদন বেশি হওয়ার পরও রংপুরে দিন দিন বেড়েছে আলুর দাম। সরকার দাম নির্ধারণ করে দিলেও বাজারে বিক্রি হচ্ছে পূর্বের দামেই। তবে দাম নিয়ন্ত্রণে আদাজল খেয়ে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সরকার নির্ধারিত দামের হতে বেশি দামে আলু বিক্রি করায় ১টি হিমাগারের দুই মজুতদারকে ৮০,০০০ টাকা জরিমানাও করা হয়।

গত রবিবার (১৭ সেপ্টেম্বর) রংপুরের বেশ কয়েকটি বাজার ও ১টি হিমাগারে অভিযান চালায় ভোক্তা অধিকার।

এই সময় রংপুর সিটি বাজারের পাইকার ও আড়তদাররা জানান, হিমাগার মালিক ও মজুতদাররা বেশি দামে আলু বিক্রি করায় তারা চাইলেও সরকার নির্ধারিত দামে বিক্রি করতে পারছে না। হিমাগারে পর্যাপ্ত আলু থাকলেও কৃত্রিম সংকট তৈরি করে আলুর দাম বাড়াচ্ছে হিমাগার মালিক ও মজুতদারদের সিন্ডিকেট।

এরপর নগরীর ময়নাকুটি হিমাগারে অভিযান চালিয়ে সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে আলু বিক্রি করায় মোঃ চাঁন মিয়া ও মোঃ ফরহাদ হোসেন নামে দুই মজুতদারকে ৪০,০০০ করে মোট ৮০,০০০ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

প্রতিষ্ঠানটির রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোঃ আজহারুল ইসলাম জানান, হিমাগারে যে আলু মজুত আছে তা স্থানীয় চাহিদার ২ গুণ। তবে অসাধু ব্যবসায়ীরা বেশি দামের আশায় আলু মজুত করে রাখছে। সরকার ব্যবসায়ী পর্যায়ে ২৫ থেকে ২৭ টাকা দাম নির্ধারণ করে দিলেও ময়নাকুটি হিমাগারের মজুতদাররা বিক্রি করছে ৩৬ থেকে ৩৭ টাকায়।

প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ায় ২ জন ব্যবসায়ীকে ৮০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। সরকার নির্ধারিত দাম নিয়ন্ত্রণে ভোক্তার অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
রংপুরে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১০ জন Previous post রংপুরে নতুন করে একদিনে ডেঙ্গুতে ১২ জন আক্রান্ত
রংপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে নতুন ২ টি বাঘ Next post রংপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে নতুন ২ টি বাঘ