January 26, 2025
রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়কের পিস্তল পুলিশের হেফাজতে নিয়েছে

আওয়ামী লী‌গের সাথে সম‌ঝোতা হয়‌নি, প্রয়োজনও নেই: জাতীয় পার্টি

Read Time:3 Minute, 9 Second

জাতীয় পা‌র্টির (জাপা) মহাস‌চিব মুজিবুল হক চুন্নু দা‌বি ক‌রে‌ছেন, আওয়ামী লী‌গের সাথে আসন সমঝোতা হয়নি। তার কোন প্রয়োজনও নাই। তি‌নি ব‌লে‌ছেন, ‘আমরা বিশ্বাস করি, এবার জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা হবে।’

আজ বৃহস্পতিবার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে চুন্নু এসব কথা বলেন।

গতকাল বুধবার রা‌তে মু‌জিবুল হক চুন্নু এবং জাপার সি‌নিয়র কো-চেয়ারম্যান আ‌নিসুল ইসলাম মাহমুদ বৈঠক ক‌রেন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দেরসহ জ্যেষ্ঠ নেতা‌দের সাথে। কী হ‌য়ে‌ছে সেই বৈঠ‌কে? প্রশ্ন করা হলে চুন্নু জানান, ‘আলোচনাটা ভালো পরিবেশে হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে ভালো মনোভাব আছে। গত ৫ বছরের নির্বাচনে অভিজ্ঞতা সুখকর নয়। এখনো সুষ্ঠু নির্বাচন নিয়ে ভয় রয়েছে। সারাদেশের মানুষ ভোট দিতে পারলে ১৯৯১ সালের মতো নীরব বিপ্লব হয়ে যেতে পারে। আমাদের আসন ভাগাভাগি নিয়ে কথা বলি নাই, প্রয়োজনও নাই। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ চেয়েছি। তারা (আওয়ামী লীগ) আশ্বস্ত করেছেন।’

অপর প্রশ্নে মু‌জিবুল হক চুন্নু ব‌লে‌ন, ‘নির্বাচন বর্জনের কোন ই‌তিহাস নেই জাতীয় পার্টির। গণতান্ত্রিক ধারা রাখতে নির্বাচন জরুরি। নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারলে জাতীয় পার্টি ভালো করবে। আওয়ামী লীগকে বলেছি নির্বাচন কমিশনকে সাহায্য করতে। তারা আশ্বস্ত করেছেন, এবার সুষ্ঠু ভোট হ‌বে।’

আওয়ামী লীগ‌কে ভো‌টে হারা‌নোর আশা কর‌ছেন জাপা মহাস‌চিব। তি‌নি ব‌লে‌ন, ‘আওয়ামী লীগের প‌ক্ষে যত ভোট আ‌ছে, আওয়ামী লীগ বি‌রোধী তার‌ চে‌য়ে বে‌শি। এন্টি আওয়ামী লীগ ভোটাররা য‌দি আসতে পারে, নীরব ভোট বিপ্লব হবে। এন্টি আওয়ামী লীগ ভোট আছে বলেই জাতীয় পা‌র্টি নির্বাচন কর‌ছে। ৩০০ আসনে প্রার্থী দিয়েছে। আওয়ামী লীগ দল যদি গণতান্ত্রিক দল হয় তাহলে তারা সুষ্ঠু নির্বাচন দিবে।’

জাপার কো-‌চেয়ারম্যান এ‌বিএম রুহুল আ‌মিন হাওলাদার, কাজী ফি‌রোজ র‌শিদসহ জ্যেষ্ঠ নেতারা ছি‌লেন সংবাদ স‌ম্মেল‌নে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
মঙ্গলবার ‘বুড়িমারী এক্সপ্রেস’ চালু হচ্ছে Previous post পরীক্ষামূলকভাবে চলল বুড়িমারী এক্সপ্রেস ট্রেন
দিনাজপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক Next post দিনাজপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক