September 22, 2023
এককভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি- লালমনিরহাটে কাদের

এককভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি- লালমনিরহাটে কাদের

Read Time:7 Minute, 50 Second

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে একক ভাবে নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে জাতীয় পার্টি। এই জন্য ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুর্নীতিমুক্ত ভালো প্রার্থীকে নমিনেশন দেওয়া হবে। আপনারা জনগণের কাছে গিয়ে জাতীয় পার্টির উন্নয়নের কথা জানান। জাতীয় পার্টিকে শক্তিশালী করুন।’

আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘১৯৯০ সালের পর থেকে যখনই যে ক্ষমতায় গেছে, জাতীয় পার্টিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। এই সরকারও জাতীয় পার্টিকে দুর্বল করছে। কিন্তু কেউই জনগণের হৃদয় থেকে জাতীয় পার্টিকে, লাঙ্গল প্রতীককে মুছে ফেলতে পারেনি। বরং আজকে সেই লাঙ্গল প্রতীক, জাতীয় পার্টি উজ্জীবিত হয়েছে, আরও শক্তিশালী হয়েছে।’

তিনি আরও জানান, ‘আওয়ামীলীগ দেশের মানুষকে ২ ভাগ করেছে। নিউইয়র্ক টাইমস বলছে, দেশের গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা বৈষম্যের শিকার। দেশের মানুষ সরকার বান্ধব নয়। কৃষক, শ্রমিক বান্ধবও কিন্তু নয়।’ এরা শুধু আওয়ামীলীগ বান্ধব।

ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করে তিনি জানান, ‘দেশের মালিক জনগণ। কিন্তু এই আইনের মাধ্যমে দেশের মালিক জনগণকে মুক্তচিন্তার অধিকার হতে বঞ্চিত করে কঠিন শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। এইভাবে বর্তমান সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থার করে যাচ্ছে ও গণতন্ত্রকে হত্যা করছে। এই সরকার জনগণের জবাবদিহিমূলক সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলছে। ইতিহাস বিকৃত করছে।’

লালমনিরহাটের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মোঃ মজিবুল হক চুন্নু এমপি। তিনি সরকারের সমালোচনা করে আরও জানান, ‘বিদ্যুৎ উৎপাদনের নামে হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে। আগামী নির্বাচনে এই টাকার হিসাব দিতে হবে তাদের।’

বিএনপির এক দফা আন্দোলন সম্পর্কে তিনি আরও জানা, ‘আপনারাও কেমন? আমরা জানি। এই বিএনপির আমলে বিদ্যুতের জন্য চাঁপাইনবাবগঞ্জে গুলিতে মানুষ হত্যা করা হয়েছে। বিএনপির সরকার দুর্নীতিতে পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছিল। তারেক রহমান হাওয়া ভবন খুলে দেশে লুটপাট ও দুর্নীতির আখড়াখানা হয়েছিল।’

সম্প্রতি ডিএমপির এডিসি ও রাষ্ট্রপতির এপিএস এর সমালোচনা করে তিনি আরও জানান, ‘বিএনপির একদফা মানে তারেক রহমানকে মুক্তি করা। এই টা এ দেশের মানুষ কখন চায় না। আর বিএনপি-আওয়ামী লীগের একই লক্ষ্য আর তা হলো-ক্ষমতায় যাওয়া। দেশের মানুষ আর তাদের ক্ষমতায় দেখতে চায় না। আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সরকার গঠনে দেশের জনগণ আজ এক হয়েছে। এই জন্য জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচন করবে।’

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি জানান, ‘জিএম কাদের জনগণের অবস্থা সম্পর্কে বোঝেন। আগামীতে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবে। এমনও হতে পারে সরকারও গঠন করতে পারে জাতীয় পার্টি। তাই আমাদের সবকিছু ভুলে গিয়ে জাতীয় পার্টিকে শক্তিশালী করে আগামী নির্বাচনে লাঙ্গল প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে হবে। সারাদেশে জাতীয় পার্টির গণজোয়ার সৃষ্টি হয়েছে।’

দ্রব্যমূল্যের নিয়ে তিনি সরকারকে উদ্দেশ্যে করে আরও বলেন, ‘দেশের ১৭ কোটি জনগণকে জিম্মি করে ১টি শক্তিশালী সিন্ডিকেট লুটপাট করছে। এদের ১-২ জনকে ফাঁসি দেন। কয়েকজনকে যাবজ্জীবন কারাদন্ড দেন। মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আমি সংসদেও এই কথা বলেছি।’

প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান জানান, ‘রাজনীতি আজ রাজনীতিবিদ হাতে নেই। এই রাজনীতি চলছে, সুবিধা ভোগী, হাইব্রীড এবং ত্যাগীদের মধ্যে। জাতীয় পার্টির ত্যাগী নেতাকর্মীরা জিএম কাদেরের নেতৃত্বে রয়েছে।’

তিনি বিএনপির সমালোচনা করে আরও জানান, ‘বিএনপি কী বললো, কী করলো এই সব সরকার আমলে নেয় না। কিন্তু আমাদের নেতা জিএম কাদের কী বলছে, তা আমলে নিয়ে তাকে ঘিরে রাখার চেষ্টা করছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই এবার কাজে আসবে না। জাতীয় পার্টি এগিয়ে যাবে। আগামী নির্বাচনে এককভাবে নির্বাচন করবে এবং সরকার গঠন করবে।’

লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আহবায়ক শেরীফা কাদের এমপির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির মহাসচিব মোঃ মজিবুল হক চুন্নু এমপি, অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মোস্তফা সেলিম, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জাহিদ হাসান লিমন, লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম, পাটগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাবীবুল হক বসুনীয়াসহ অনেকে।

সম্মেলন শেষে শেরীফা কাদের এমপি লালমনিরহাট জেলা জাতীয় পাার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ জাহিদ হাসান লিমনের নাম ঘোষণা করেন মহাসচিব মুজিবুল হক চুন্নু।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় এক চিকিৎসকের মৃত্যু Previous post আদিতমারীতে ট্রাক চাপায় এক সাংবাদিক নিহত
রংপুরে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১০ জন Next post রংপুরে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু