January 25, 2025
তেঁতুলিয়ায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার

আদিতমারীতে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Read Time:2 Minute, 41 Second

লালমনিরহাট জেলার আদিতমারীতে আঁখি মনি (১৯) নামে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার উপজেলার ফায়ার সার্ভিস এলাকার নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

মৃত আঁখি ওই এলাকার সৌদিপ্রবাসী মোঃ শাকিল মিয়ার স্ত্রী ও লালমনিরহাট পৌরসভার দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার আইনুল হকের মেয়ে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তিনি বলেন, ‘আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা নেওয়া হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ ও স্থানীয়রা জানায়, দেশে থাকার সময় মোঃ শাকিল মিয়ার সাথে প্রেমের সম্পর্কে জড়ান আঁখি মনি। পরে শাকিল মিয়া সৌদি আরবে পাড়ি জমান। ৮ মাস আগে বিয়ের দাবিতে আঁখি মনি প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়। শেষে পরিবারের সিদ্ধান্তে শাকিল মিয়ার সাথে ভার্চুয়াল বিয়ে হয় আঁখির। স্বামী সৌদিতে থাকলেও বিয়ের দিন থেকে আঁখি স্বামীর বাড়িতে থাকে।

গত শুক্রবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায় আঁখি। গতকাল শনিবার সকালে তার কোন সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে থানা-পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এই সময় তার হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। এতে মৃত্যুর জন্য কাউকে দায়ী না করলেও মরদেহ মর্গে না পাঠানোর অনুরোধ জানায় আঁখি মনি।

থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আমিনুল ইসলাম বলেন, ‘চিরকুটে কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। তবে মরদেহ মর্গে নিয়ে না কাটার অনুরোধ জানায়। এ ঘটনায় আঁখির পরিবার তার শ্বশুর–শাশুড়ির বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ করেছে। মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
দিনাজপুর পৌরসভার বাজেট ঘোষণা হয়েছে Previous post দিনাজপুর পৌরসভার বাজেট ঘোষণা হয়েছে
কুড়িগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত Next post বিরলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত