September 8, 2024
দিনাজপুরে ট্রাক চাপা পড়ে ভ্যানচালকের মৃত্যু

দিনাজপুরে ট্রাক চাপা পড়ে ভ্যানচালকের মৃত্যু

Read Time:2 Minute, 14 Second

দিনাজপুর জেলার বিরামপুরে গ্যাসের সিলিন্ডারবোঝাই ট্রাক উল্টে তার নিচে চাপা পড়ে ভ্যানচালক গণেশ চন্দ্র রায় (৪০) মৃত্যু হয়েছেন। এই ঘটনায় ভ্যানের ৩ জন যাত্রী আহত হয়েছেন।

গতকাল বুধবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর টাটকপুর ঈদগাহ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার।

নিহত গণেশ চন্দ্র রায় পৌর শহরের দেবীপুর বনখঞ্জা গ্রামের কালীচরণ রায়ের পুত্র। আহতদের মধ্যে জাহাঙ্গীর আলম (৫৫) নামে একজনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বাবুল (৬০) এবং বাবু (২১) নামে দুইজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টার সময় গ্যাসের সিলিন্ডারবোঝাই একটি ট্রাক বিরামপুর থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর টাটকপুর ঈদগাহ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত ভ্যানের ওপর উল্টে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থানে ভ্যানচালক নিহত হয়। এ সময় ভ্যানে থাকা ৩ জন যাত্রী আহত হয়।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। সড়ক আইনে একটি মামলা করা হচ্ছে। ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। চালক পলাতক।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
রংপুরে বিদ্যুতায়িত হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু Previous post রংপুরে বিদ্যুতায়িত হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু Next post গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু