September 8, 2024
নীলফামারীতে ট্রাক ধাক্কায় এক স্কুলশিক্ষিকা মৃত্যু

রংপুরে ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু

Read Time:2 Minute, 7 Second

রংপুরে ট্রাকের ধাক্কায় শেফা আক্তার নামে সাড়ে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার (২ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে মহানগরীর রংপুর-দিনাজপুর মহাসড়কের উত্তম হাজির হাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শেফা হাজিরহাট ডাক্তারপাড়া গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে। দুর্ঘটনায় আহত হয়েছেন শিশু শেফার নানি মোছাঃ বিলকিস বেগম (৫০)। তাকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজব আলী ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশ দিয়ে শিশুটি তার নানির সাথে মুদি দোকানে যাওয়ার পথে ডাম্প ট্রাকটি চাপা দেয়। এতে চাকার নিচে পিষ্ট হয়ে শেফা ঘটনাস্থানেই মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় নানি মোছাঃ বিলকিস বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই সময় স্থানীয় লোকজন গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যান।

হাজিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজব আলী জানায়, দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থানে পুলিশ ফোর্স পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ডাম্প ট্রাক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
রংপুরে পুকুর থেকে লকার এবং কাগজের বান্ডিল উদ্ধার Previous post রংপুরে আচরণ বিধি ভঙ্গের অভিযোগে টিসিবির পরিচালককে হাজিরের নির্দেশ
পীরগাছায় এক স্কুলছাত্রীর আত্মহত্যা Next post হরিপুরে এক নারীর আত্মহত্যা