December 13, 2024
আদিতমারীতে ট্রেনের ধাক্কায় এক কিশোরের মৃত্যু

কাউনিয়ায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু

Read Time:2 Minute, 15 Second

রংপুর জেলার কাউনিয়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় মোছাঃ নছিরন বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শুক্রবার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামে রেললাইনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত নছিরন বেগম বগুড়া শেরপুর থানায় পোরশি গ্রামের মৃত তছির উদ্দিন শেখের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে কাউনিয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানায়, নছিরন বেগম বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। আজ শনিবার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে তিনি সাব্দী এলাকায় রেললাইনের ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এই সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী চলন্ত ট্রেনের ধাক্কায় আহত হয়। কিছুক্ষণ পর ঘটনাস্থানেই মারা যায়।

তিনি খবর পেয়ে নিহতের স্বজনেরা ঘটনাস্থানে আসে। স্বজনেরা জানিয়েছে, বয়সের ভারে ওই নারী মানসিক ভারসাম্যহীন এবং কানেও খুব কম শোনেন। ট্রেনের হুইসিল শুনতে না পাওয়ায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা স্বজনদের।

তিনি আরও জানায়, খবর পেয়ে মৃতের স্বজনেরা ঘটনাস্থানে আসে। তাঁরা জানায়, বয়সের কারণে তিনি মানসিক ভারসাম্যহীন ও কানে কম শুনতেন। ট্রেনের হুইসেল শুনতে না পাওয়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা স্বজনদের।

বৃদ্ধার স্বজনদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
কিশোরীগঞ্জে ৪ জন জুয়াড়ি ও ভিসা প্রতারক গ্রেপ্তার Previous post কিশোরীগঞ্জে ৪ জন জুয়াড়ি ও ভিসা প্রতারক গ্রেপ্তার
গাইবান্ধায় হ্যাকার চক্রের ৪ জন সদস্য গ্রেফতার Next post গাইবান্ধায় হ্যাকার চক্রের ৪ জন সদস্য গ্রেফতার