September 23, 2023
বোচাগঞ্জে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত

বোচাগঞ্জে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত

Read Time:2 Minute, 0 Second

দিনাজপুর-পঞ্চগড় রেলরুটে পঞ্চগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোঃ আব্দুর রহমান নামে বাইসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ রবিবার সকাল ৯টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা (পঞ্চগর এক্সপ্রেস) ট্রেনের সাথে দিনাজপুরের সেতাবগঞ্জ রেল স্টেশনের নিকটে টিএনটি রোড মেলাগাছি নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

মৃত মোঃ আব্দুর রহমান (১৮) দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরশহরের ছুটকুর মোড় এলাকার মোঃ আজাহারুল ইসলামের পুত্র।

স্থানীয়রা জানায়, বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ রেলওয়ের আওতায় কয়েকটি জায়গায় রেল গেট না থাকায় প্রায় দুর্ঘটনা ঘটছে। যেমন: সেতাবগঞ্জ সরকারী কলেজ এর মুল ফটক, তাহের মোড়, টিএনটি রোডসহ ছোট বড় আরো কয়েকটি অরক্ষিত রেল গেট আছে।

স্থানীয়রা ও পুলিশ জানায় হে, আজ রবিবার সকাল ৯টার দিকে সেতাবগঞ্জ শহরের ছুটকুর মোড় এলাকার মোঃ আব্দুর রহমান প্রতিদিনের ন্যায় বাইসাইকেল নিয়ে তার কর্মস্থল জহুরা অটো রাইস মিলে যাচ্ছিলেন। পথে রেললাইন পার হতে গিয়ে পঞ্চগর এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থানেই তার মৃত্যু হয়।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আবু বক্কর সিদ্দিক রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জিআরপি পুলিশ ঘটনাস্থানে এসে ব্যবস্থা গ্রহণ করে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
হিলি বন্দরে মাদকসহ এক ট্রাকচালক আটক Previous post হিলি বন্দরে মাদকসহ এক ট্রাকচালক আটক
গাইবান্ধার দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার Next post গাইবান্ধার দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার