January 26, 2025
সৈয়দপুরে মেরামতে আসা ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

সৈয়দপুরে মেরামতে আসা ট্রেন লাইনচ্যুত রেল যোগাযোগ বন্ধ

Read Time:1 Minute, 33 Second

রুটিন মেরামতের জন্য সৈয়দপুর রেলওয়ে আসা ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে চিলাহাটি থেকে সৈয়দপুর হয়ে চলাচলকারী খুলনা, রাজশাহীগামীসহ অন্যান্য ট্রেনের চলাচল বন্ধ রয়েছে।

আজ শনিবার (১৩ জুলাই) দুপুর ২টার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের সন্নিকটে ও রেলওয়ে কারখানার ২০০ গজ দূরে এই ঘটনাটি ঘটে।

সূত্র অনুযায়ী, রুটিন মেরামতের জন্য রেলওয়ে কারখানায় আনা হচ্ছিল ট্রেনটি। এই ট্রেন ঈদের বিশেষ ট্রেন হিসেবে জয়দেব-পার্বতীপুর রুটে চলাচল করেছে। এই ট্রেন বহরে ১৩টি বগি রয়েছে। এর মধ্যে কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে।

এই জন্য সৈয়দপুর-পার্বতীপুর রুটে সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানান স্টেশন মাস্টার মোঃ ওবাইদুল ইসলাম রতন। এ ছাড়া রেলক্রসিংয়ে ট্রেনটি আটকে থাকায় শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মোঃ সুলতান মৃধা বলেন, রেলের কর্মকর্তা ও কর্মচারীরা কাজ করছেন। তবে সন্ধ্যার আগে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
ঘোড়াঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু Previous post চিরিরবন্দরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
ব্রহ্মপুত্র নদে নেমে এক যুবক নিখোঁজ Next post বেলান নদীর রাবারড্যাম হতে পড়ে দুইজন নিখোঁজ