September 8, 2024
"নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের নয়"

আবু সাঈদের বাড়িতে যাবেন ড. মুহাম্মদ ইউনূস

Read Time:2 Minute, 24 Second

শপথ গ্রহণের একদিন পরই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে যাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস।

বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলা প্রশাসক মোঃ মোবাশ্বের হাসান জানান, ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল শনিবার (১০ আগষ্ট) সকাল সাড়ে ৯টার দিকে হেলিকপ্টার যোগে পীরগঞ্জের বাবনপুর গ্রামে আসবেন। তিনি আবু সাঈদের কবর জিয়ারত করে তার পরিবারের সাথে কথা বলবেন।

এর আগে বৃহস্পতিবার (৮ আগষ্ট) বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূস আবু সাঈদের কথা স্মরণ করে কান্না করেন। তিনি বলেন, এই সময়ে আবু সাঈদের কথা মনে পড়ছে। যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ ভুলতে পারবে না। কী অবিশ্বাস্য একটা সাহসী যুবকের! বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তার পর থেকে আর কোন তরুণ-তরুণী হার মানে নি। সামনে এগিয়ে গেছে এবং বলেছে, যত গুলি মারো-মারতে পারো। আমরা আছি।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন আবু সাঈদ। গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে (শহীদ আবু সাঈদ চত্বর) পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হয় আবু সাঈদ। পরদিন ১৭ জুলাই তাকে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের বাড়িতে দাফন করা হয়। কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
অন্তর্বর্তী সরকারে কে কোন মন্ত্রণালয় পেলেন? Previous post অন্তর্বর্তী সরকারে কে কোন মন্ত্রণালয় পেলেন?
পদত্যাগ করলেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ Next post পদত্যাগ করলেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ