December 13, 2024
দিনাজপুরে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস

তেঁতুলিয়ার তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে

Read Time:1 Minute, 30 Second

পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি। সকালে সূর্য উঁকি দিলেও তাপমাত্রার পারদ গিয়ে দাঁড়িয়েছে ১১ ডিগ্রির ঘরে। আজ রবিবার ভোর ৬টায় পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.১ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, রবিবার ভোর সকাল ৬টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে ৭ দিন ধরে ৯ থেকে ১০ ডিগ্রিতে উঠানামা করলেও গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) রেকর্ড করা হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামীতে শীতের তীব্রতা আরো বাড়তে পারে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সপ্তাহজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর এই জেলায় গত ২ দিন ধরে কিছুটা বেড়েছে তাপমাত্রা। তবে কুয়াশার পরিমাণ কমে আসলেও অব্যাহত রয়েছে পাহাড়ি হিমেল বাতাসের সাথে শীত। এতে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দুর্ভোগে পড়ছে পঞ্চগড়ের নিম্ন আয়ের মানুষ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
এক গ্রামেই মোট ১৫ জোড়া যমজ Previous post এক গ্রামেই মোট ১৫ জোড়া যমজ
দেশের অর্থনীতি ভালোই আছে: পরিকল্পনামন্ত্রী Next post দেশের অর্থনীতি ভালোই আছে: পরিকল্পনামন্ত্রী