December 8, 2023
তিস্তায় নিখোঁজের ১৭ দিন পর মিলল লাশ

তিস্তায় নিখোঁজের ১৭ দিন পর মিলল লাশ

Read Time:2 Minute, 0 Second

রংপুর জেলার গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজ মোঃ নাইস আহম্মেদ (১৯) নামের এক শিক্ষার্থীর লাশ ১৭ দিন পর উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার নোহালী ইউনিয়নের সাপমারি এলাকা হতে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নাইস নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের গণেশের বাজার এলাকার মোঃ মোনাব্বের হোসেনের ছেলে। এই নিয়ে তিস্তায় নিখোঁজ ২ জন শিক্ষার্থীর লাশই উদ্ধার হলো। এর আগে নিখোঁজ হওয়ার প্রায় ৩২ ঘণ্টা পর মোঃ মুন্না আহমেদের (১৮) লাশ উদ্ধার করা হয়।

নাইস গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বিদিতর হরিথান এলাকায় তাঁর নানা মোঃ ইউসুফ আলীর বাড়িতে থেকে লেখাপড়া করতেন। নাইস ও মুন্না এবার HSC পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

এই বিষয়ে জানতে চাইলে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দুলাল হোসেন রংপুর ক্রাইম নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

উল্লেখ্য যে, গত ৬ সেপ্টেম্বর সকালে ৬ জন বন্ধু মিলে তিস্তায় গোসল করতে নামে। এই সময় তাঁরা স্রোতে তলিয়ে যেতে থাকলে ১ জন সাঁতরে তীরে উঠলেও বাকি ৫ জন উঠতে ব্যর্থ হন। এই সময় সেখানে উপস্থিত লোকজন নৌকা দিয়ে ৩ জনকে উদ্ধার করতে পারলেও অন্য ২ জন নিখোঁজ হন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
রংপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু Previous post ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় এক চিকিৎসকের মৃত্যু
দিনাজপুরে মাদক কারবারি বাড়ি থেকে গাঁজা উদ্ধার Next post দিনাজপুরে মাদক কারবারি বাড়ি থেকে গাঁজা উদ্ধার